জিএম সাফিনুর ইসলাম মেজরঃ
জামালপুরের বকশীগঞ্জে করোনার ভয়াবহতা ও বিস্তার রোধে সরকারের নির্দেশনা বাস্তবায়নে লকডাউনের ৩য় দিনে ব্যাপক কড়াকড়ি করেন উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন।
বৃহস্পতিবার সকাল থেকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুন মুন জাহান লিজা, সহকারী কমিশনার (ভূমি) ¯িœগ্ধা দাসের নেতৃত্বে উপজেলা প্রশাসন এবং বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম স¤্রাটের নেতৃত্বে পুলিশ সদস্যদের বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান নিতে দেখা যায়। এ সময় পুলিশ চেকপোষ্ট বসিয়ে ছোট ছোট যানবাহন চলাচলে নিয়ন্ত্রণ করেন। কেউ রাস্তায় অযথা বের হলেই নানা জবাবদিহির আওতায় আনা হয় পথচারীদের।
বকশীগঞ্জ ইউএনও মুন মুন জাহান লিজা বিজিবি-পুলিশের একটি টহল দল নিয়ে পৌর শহর সহ বিভিন্ন হাট বাজার ও প্রধান প্রধান সড়কে অবস্থান নেন। শহরের নিত্যপণ্যের দোকান ছাড়া বেশিরভাগ দোকান পাট বন্ধ ছিল। যাদের মুখে মাস্ক ছিল না তাদেরকে মাস্ক বিতরণ করেন ইউএনও। একই সাথে অযথা ঘুরাঘুরি করা, স্বাস্থ্যবিধি না মানায় চার জনকে অর্থদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
পাশাপাশি সরকারের বিধিনিষেধ কার্যকর করতে প্রশাসনের পাশাপাশি বকশীগঞ্জ পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, সহসভাপতি নুরুল আমিন ফোরকান , আওয়ামী লীগ নেতা সাখাওয়াত হোসেন সাকা প্রশাসনকে সহযোগিতা করতে মাঠে নামেন। তারা সাধারণ মানুষকে কারণ ছাড়া ঘর হতে বের না হতে নিরুৎসাহিত করেন।
লকডাউনের প্রথম দিনে শহরে কিছু সংখ্যক রিকশা , অটো রিকশা ছাড়া বড় ধরনের কোন যান চলাচল করতে দেখা যায় নি। তবে বিভিন্ন কারণ দেখিয়ে লোকজন ঘর থেকে বের হলেও প্রশাসনের সামনে উপযুক্ত কারণ দশাতে হয়েছে পথচারীদের।