• রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ০৬:৩৭ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুর সদরের ওসি নাজমুস সাকিবের নেতৃত্বে ২২ হাজার পিচ ইয়াবা সহ আটক ২ জামালপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত  জামালপুরের সরিষাবাড়িতে ৫০০ হতদরিদ্র পরিবারে দোস্ত এইডের ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ জামালপুরে সুজনের কমিটি গঠন: অজয় কুমার সভাপতি, সাজ্জাদ হুসেন সম্পাদক মাদারগঞ্জে কল প্রকল্পের অবহিতকরণ সভা বকশীগঞ্জে সাপের কামড়ে কৃষকের মৃত্যু বকশীগঞ্জে নিখোঁজ শিশু হত্যা: ধানক্ষেতে মরদেহ উদ্ধার জামালপুরে তারুণ্যের উৎসবে সদর উপজেলার অনূর্ধ্ব-১৫ ডেভেলপমেন্ট কাপ ফুটবল খেলোয়াড় বাছাই ও প্রতিযোগিতা সম্পন্ন জামালপুরে বিশ্ব পরিসংখ্যান  দিবস  পালিত  জামালপুরের  মাদারগঞ্জে কৃষকলীগ নেতা ফরিদকে আটকের পর জেল হাজতে প্রেরন

জামালপুর বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক:

‘সবার জন্য স্বাস্থ্য’ জামালপুরে যথাযোগ্যভাবে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়। শুক্রবার সকাল সাড়ে ৮টায় জামালপুর এরিয়া প্রোগ্রামের সহায়তায় সদর উপজেলা উদ্যোগে এবং সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে সকাল ১০টায় শহরে শোভাযাত্রা বের হয়।

জামালপুর জেনারেল হাসপতাল প্রাঙ্গন থেকে শোভাযাত্রা শহর পদক্ষিণ শেষে সিভিল সার্জন কার্যালয়ের বীর মুক্তিযোদ্ধা ডাঃ নজরুল ইসলাম সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় হয়। এতে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাঃ প্রনয় কান্তি দাস।
ঘন্টাব্যপী আলোচনায় অন্যান্যের মাঝে অংশ নেন জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লরেন্স লিটুস চিরান, জামালপুর জেনারেল হাসপতালের সহকারী পরিচালক ডাঃ মাহফুজুর রহমান, ডেপুটি সিভিল সার্জন ডাঃ সৈয়দ আবু আব্দুল্লাহ সাফি, শেখ হাসিনা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক মাহমুদুল হাসান, উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম, ঝাউলা গোপালপুর কলেজের সহকারী অধ্যাপক তারিকুল ফেরদৌস, টিআইবির এরিয়া ম্যনেজার আরিফ হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা জ্যেষ্ঠ স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা খন্দকার বদরুল আলম। অনুষ্ঠানে উন্নয়ন সংঘ, টিআইবি, বন্ধু সোসাল, নার্সিং ইনস্টিটিউটসহ বিভিন্ন সরকারি বেরসকারী সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।
অপরদিকে সকাল সাড়ে ৮টায় একই স্থান থেকে শোভাযাত্রা শেষে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ উত্তম কুমার সরকারের সভাপতিত্বে তার কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রিপন রায়, উন্নয়ন সংঘের এরিয়া প্রোগ্রামের ব্যবস্থাপক মিনারা পারভীন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মেডিকেল অফিসার সানজিদা হোসেন। উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ড ভিশনের মাধ্যমে বাস্তবায়নাধীন জামালপুর এরিয়া প্রোগ্রামের সহায়তা অনুষ্ঠানে শতাধীক প্রতিনিধি অংশ নেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।