• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৮:১১ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
স্মরণ সভা: ডা.আলাউদ্দিন সিরাজি বকশীগঞ্জে পুলিশের সহায়তায় ছেলেকে ফিরে পেল পরিবার বীর মুক্তিযোদ্ধা আফসার আলীকে সভাপতি, জিএম ফাতিউল হাফিজ বাবুকে সাধারণ সম্পাদক করে সুজনের কমিটি গঠন এফডিসিতে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে জামালপুরে প্রতিবাদ সমাবেশ বকশীগঞ্জে বৃষ্টির জন্য প্রার্থনা করে ইসতিসকার নামাজ আদায় জামালপুরে  বিনামূল্যে ফ্রিল্যান্সিং উদ্বোধন করলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোস্তফা আল মাহামুদ জামালপুর সদরে চুরি হওয়া ১৭ মোবাইল উদ্ধার করলো সদর থানা পুলিশ জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের নতুন সিন্ডিকেট সদস্য হলেন অধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ হারুন অর রশিদ জামালপুর সদরের শ্রীপুর ভালুকায় কৃষক সুরুজ আলীর জমি দখলের পায়তারার প্রতিবাদে সংবাদ সম্মেলন বকশীগ‌ঞ্জে ট্রাক চাপায় আইনজীবীর মৃত্যু

জামালপুর বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক:

‘সবার জন্য স্বাস্থ্য’ জামালপুরে যথাযোগ্যভাবে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়। শুক্রবার সকাল সাড়ে ৮টায় জামালপুর এরিয়া প্রোগ্রামের সহায়তায় সদর উপজেলা উদ্যোগে এবং সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে সকাল ১০টায় শহরে শোভাযাত্রা বের হয়।

জামালপুর জেনারেল হাসপতাল প্রাঙ্গন থেকে শোভাযাত্রা শহর পদক্ষিণ শেষে সিভিল সার্জন কার্যালয়ের বীর মুক্তিযোদ্ধা ডাঃ নজরুল ইসলাম সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় হয়। এতে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাঃ প্রনয় কান্তি দাস।
ঘন্টাব্যপী আলোচনায় অন্যান্যের মাঝে অংশ নেন জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লরেন্স লিটুস চিরান, জামালপুর জেনারেল হাসপতালের সহকারী পরিচালক ডাঃ মাহফুজুর রহমান, ডেপুটি সিভিল সার্জন ডাঃ সৈয়দ আবু আব্দুল্লাহ সাফি, শেখ হাসিনা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক মাহমুদুল হাসান, উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম, ঝাউলা গোপালপুর কলেজের সহকারী অধ্যাপক তারিকুল ফেরদৌস, টিআইবির এরিয়া ম্যনেজার আরিফ হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা জ্যেষ্ঠ স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা খন্দকার বদরুল আলম। অনুষ্ঠানে উন্নয়ন সংঘ, টিআইবি, বন্ধু সোসাল, নার্সিং ইনস্টিটিউটসহ বিভিন্ন সরকারি বেরসকারী সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।
অপরদিকে সকাল সাড়ে ৮টায় একই স্থান থেকে শোভাযাত্রা শেষে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ উত্তম কুমার সরকারের সভাপতিত্বে তার কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রিপন রায়, উন্নয়ন সংঘের এরিয়া প্রোগ্রামের ব্যবস্থাপক মিনারা পারভীন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মেডিকেল অফিসার সানজিদা হোসেন। উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ড ভিশনের মাধ্যমে বাস্তবায়নাধীন জামালপুর এরিয়া প্রোগ্রামের সহায়তা অনুষ্ঠানে শতাধীক প্রতিনিধি অংশ নেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।