• শনিবার, ২৮ জুন ২০২৫, ০২:৩৮ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
নিয়োগ বিজ্ঞপ্তি জামালপুরের ইসলামপুর পৌরসভার ১৬ কোটি ৭৫ লাখ ৮৯ হাজার ৫২৮ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা জামালপুর সদরে দোস্ত এইডের টিউবয়েল পেল ৫০ টি পরিবার অবশেষে সেই মেয়েকে স্বজনের কাছে হস্তান্তর বকশীগঞ্জে গৃহবধূ হত্যার বিচার দাবিতে মানববন্ধন, বিক্ষোভ জামালপুরে চাঁদাবাজির সময় স্বেচ্ছাসেবক দল নেতা আটক জামালপুরে উন্নয়ন সংঘ সিডস প্রকল্পের উদ্যোগে ফলজ গাছের চারা বিতরন জামালপুরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত বাংলাদেশের পল্লী উন্নয়নঃ সুযোগ ও চ্যালেঞ্জ পল্লী উন্নয়ন একাডেমী জামালপুরের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্টিত জামালপুরের ইসলামপুরে কৃষক আব্দুল আজিজের হত্যাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তি ফাঁসির দাবিতে সংবাদ সম্মেলন

আগামীকাল ৬ জুন জামালপুরে দুদকের গণশুনানী

নিজস্ব প্রতিবেদকঃ
আসুন দুর্নীতিবাজদের বিরুদ্ধে একতাবদ্ধ হই” এই শ্লোগান সামনে রেখে ৬ জুন জামালপুরে সেবা বঞ্চিত ও হয়রানীর শিকার নাগরিকদের  সরাসরি জামালপুরে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর গণশুনানী অনুষ্ঠিত হবে।
দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় জামালপুর সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৯ টা থেকে জামালপুর জেলা শিল্পকলা একাডেমির বীর মুক্তিযোদ্ধা গীতিকার নজরুল ইসলাম বাবু মিলনায়তনে বিভিন্ন সরকারি দপ্তরে সেবা পেতে হয়রানী বা ঘুষ ও দুর্নীতির শিকার সেবা প্রত্যাশী জনসাধারণ এবং সেবা প্রদানকারী সরকারি দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাগণের অংশগ্রহণে এ গণশুনানী অনুষ্ঠিত হবে।
জামালপুরের জেলা প্রশাসক শ্রাবস্তী রায়ের সভাপতিত্বে ও সঞ্চালনায় উক্ত গণশুনানী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার মো. জহুরুল হক। এ ছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক (প্রতিরোধ)
মো. আক্তার হোসেন, ময়মনসিংহ বিভাগের পরিচালক ঋত্বিক সাহা এবং উপ-পরিচালক মো. তালেবুর রহমান। এসময় জামালপুর দুদকের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সকল সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও জনপ্রতিনিধিসহ সুশীল সমাজের নাগরিকগণ উপস্থিত থাকবেন।
আরও জানা যায়, গণশুনানীতে বিভিন্ন সরকারি অফিসে সেবা প্রাপ্তিতে হয়রানীর শিকার বা সেবা বঞ্চিত সংক্ষুব্ধ জনসাধারণ তাদের অভিযোগসমূহ জামালপুর
সদরের সকল সরকারি দপ্তর প্রধানদের উপস্থিতিতে দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তাগণের সামনে তুলে ধরা হবে। একই সাথে সেবা বঞ্চিত জনসাধারণের উত্থাপিত অভিযোগের বিষয়ে দুদক কর্তৃক তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করা হবে। সরকারি পরিসেবা প্রাপ্তি নিশ্চিতকরণ এবং সরকারি কর্মকর্তাদের মাঝে সততা, নিষ্ঠা, জবাবদিহিতা ও মূল্যবোধ বৃদ্ধি করার মাধ্যমে দেশ থেকে দুর্নীতি নির্মূল করাই উক্ত গণশুনানীর মূল লক্ষ্য বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।
এরই মধ্যে গনশুনানীতে জনসাধারণের সমাগমকল্পে জামালপুর সদরের বিভিন্ন এলাকায় সপ্তাহব্যাপী মাইকিং, পোস্টার, লিফলেট, বুথ স্থাপন ও বিভিন্ন গণমাধ্যমে দুদকের পক্ষ থেকে ব্যাপক প্রচারণা করা হয়েছে। শুধু তাই নয় অভিযোগ বাক্স স্থাপন করে অভিযোগ সংগ্রহের কাজও চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।