• শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১০:১১ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে শিশু হত্যা মামলার দুই আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪ দেওয়ানগঞ্জে সাখাওয়াত হোসাইন মানবসেবা ফাউন্ডন্ডেশনের আয়োজনে ১৭তম চক্ষু শিবির অনুষ্ঠিত সরকারের পক্ষ থেকে বন্যাত্ব এলাকার মানুষের জন্য সব ধরনের সহযোগীতা করা হবে–জেলা প্রশাসক ইমরান আহমেদ জামালপুর পুলিশ সুপার কার্যালয়ে বঙ্গবন্ধু গ্যালারি উদ্বোধন করলেন ডিআইজি বেরোবিতে কৃষি খাতের ক্ষুদ্র উদ্যোক্তাদের উপর মহামারী কোভিডের প্রভাব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত জামালপুর সদরের নরুন্দিতে তারাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নব-নির্মিত ৪ তলা ভবনের উদ্বোধন “রৌমারী বিল অনন্য পর্যটন শিল্প হিসেবে গড়ে উঠতে পারে” জামালপুরের ডিসি মো: ইমরান আহমেদ জামালপুরে মোটরসাইকেল চালকদের সচেতন করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন -পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান প্রকাশিত সংবাদ এর প্রতিবাদ 

আগামীকাল ৬ জুন জামালপুরে দুদকের গণশুনানী

নিজস্ব প্রতিবেদকঃ
আসুন দুর্নীতিবাজদের বিরুদ্ধে একতাবদ্ধ হই” এই শ্লোগান সামনে রেখে ৬ জুন জামালপুরে সেবা বঞ্চিত ও হয়রানীর শিকার নাগরিকদের  সরাসরি জামালপুরে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর গণশুনানী অনুষ্ঠিত হবে।
দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় জামালপুর সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৯ টা থেকে জামালপুর জেলা শিল্পকলা একাডেমির বীর মুক্তিযোদ্ধা গীতিকার নজরুল ইসলাম বাবু মিলনায়তনে বিভিন্ন সরকারি দপ্তরে সেবা পেতে হয়রানী বা ঘুষ ও দুর্নীতির শিকার সেবা প্রত্যাশী জনসাধারণ এবং সেবা প্রদানকারী সরকারি দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাগণের অংশগ্রহণে এ গণশুনানী অনুষ্ঠিত হবে।
জামালপুরের জেলা প্রশাসক শ্রাবস্তী রায়ের সভাপতিত্বে ও সঞ্চালনায় উক্ত গণশুনানী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার মো. জহুরুল হক। এ ছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক (প্রতিরোধ)
মো. আক্তার হোসেন, ময়মনসিংহ বিভাগের পরিচালক ঋত্বিক সাহা এবং উপ-পরিচালক মো. তালেবুর রহমান। এসময় জামালপুর দুদকের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সকল সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও জনপ্রতিনিধিসহ সুশীল সমাজের নাগরিকগণ উপস্থিত থাকবেন।
আরও জানা যায়, গণশুনানীতে বিভিন্ন সরকারি অফিসে সেবা প্রাপ্তিতে হয়রানীর শিকার বা সেবা বঞ্চিত সংক্ষুব্ধ জনসাধারণ তাদের অভিযোগসমূহ জামালপুর
সদরের সকল সরকারি দপ্তর প্রধানদের উপস্থিতিতে দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তাগণের সামনে তুলে ধরা হবে। একই সাথে সেবা বঞ্চিত জনসাধারণের উত্থাপিত অভিযোগের বিষয়ে দুদক কর্তৃক তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করা হবে। সরকারি পরিসেবা প্রাপ্তি নিশ্চিতকরণ এবং সরকারি কর্মকর্তাদের মাঝে সততা, নিষ্ঠা, জবাবদিহিতা ও মূল্যবোধ বৃদ্ধি করার মাধ্যমে দেশ থেকে দুর্নীতি নির্মূল করাই উক্ত গণশুনানীর মূল লক্ষ্য বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।
এরই মধ্যে গনশুনানীতে জনসাধারণের সমাগমকল্পে জামালপুর সদরের বিভিন্ন এলাকায় সপ্তাহব্যাপী মাইকিং, পোস্টার, লিফলেট, বুথ স্থাপন ও বিভিন্ন গণমাধ্যমে দুদকের পক্ষ থেকে ব্যাপক প্রচারণা করা হয়েছে। শুধু তাই নয় অভিযোগ বাক্স স্থাপন করে অভিযোগ সংগ্রহের কাজও চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।