• বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৬ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
সানন্দবাড়ীতে জিঞ্জিরাম জোনের ৫২ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত  জামালপুরে জলাবদ্ধতা নিরসন সড়ক সংস্কার মাদক জুয়া নির্মূলে জামালপুরে ওয়ার্ডভিত্তিক সভা জামালপুর জেলা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির নির্বাচনে সভাপতি পদে মনোনয়ন কিনলেন অধ্যাপক হারুন সরকারী আশেক মাহমুদ কলেজ পুকুরে গোসলে নেমে শিক্ষার্থীর মৃত্যু জামালপুরের সরিষাবাড়িতে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির’সহায়তায় ৮০ টি পরিবার পেল বিনামূল্যে টিউবওয়েল ও টিউবওয়েল স্থাপন সামগ্রী জামালপুরে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির নির্বাচন-সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করলেন আশরাফুল ইসলাম বুলবুল ইসলামপুরে হামলা জমি দখল ও হয়রানী মূলক মামলা প্রতিবাদে সংবাদ সম্মেলন দেওয়ানগঞ্জে মাদক বিরোধী সচেতনতা মূলক সমাবেশ অনুষ্ঠিত  জামালপুরে সদর আসনে মাসুদ হোসাইনকে এলডিপির প্রার্থী ঘোষণা বিনামূ্ল্যে অটোরিকশায় নতুন স্বপ্ন: দোস্ত এইডে স্বাবলম্বী জামালপুরে ২০ পরিবার

জামালপুরের ইসলামপুর পৌরসভার ১৬ কোটি ৭৫ লাখ ৮৯ হাজার ৫২৮ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা

ফজলে এলাহী মাকামঃ

এবার ২০২৫-২৬ অর্থ বছরে জামালপুরের ইসলামপুর পৌরসভার ১৬ কোটি ৭৫ লাখ ৮৯ হাজার ৫২৮ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে পৌরসভা কার্যালয়ে এই বাজেট ঘোষণা করেন বাজেট অধিবেশনের সভাপতি পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুর রহমান।

পৌর বাজেট অধিবেশন সূত্রে জানা গেছে, এবারের বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে ১৫ কোটি ৩৮ লাখ ৮০ হাজার ১৬৪ টাকা এবং সমাপনী স্থিতি রাখা হয়েছে এক কোটি ৩৭ লাখ নয় হাজার ৩৬৪ টাকা। এতে কোভিট পুনরুদ্ধার, ড্রেনেজ, পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনাসহ টেকসই নগর অবকাঠামো উন্নয়নে গুরুত্ব দেওয়া হয়েছে।

বাজেট অধিবেশনে ইসলামপুর পৌরসভার নিবার্হী কর্মকর্তা আবু সাইদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ. এ. আবু তাহের, উপজেলা প্রকৌশলী মো. তোফায়েল আহমেদ, সমাজ সেবা কর্মকর্তা মো. রুহুল আমীন, যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আহসানুল হাবীব, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহানারা, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. কামরুজ্জামান, ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আতিকুর রহমান রফিকুল, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী, বণিক সমিতির সভাপতি আওয়াল খান, প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামান মোরাদ বক্তব্য রাখেন।

এ সময় বাজেট অধিবেশনের সভাপতি পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুর রহমান জানান,ইসলামপুর পৌরসভাকে আধুনিক ও নাগরিক সেবা সম্বলিত করতে পৌরবাসীকে নিয়মিত পৌরকর পরিশোধ,জন্ম ও মৃত্যু নিবন্ধন করার পাশাপাশি বাল্যবিবাহ  ও মাদক প্রতিরোধে জনসচেতনতা তৈরি করে আগামী সমৃদ্ধ বাংলাদেশ গঠনে কার্যকর ভূমিকা রাখতে সকলের প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য যে, পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুর রহমান দায়িত্ব নেওয়ার পর থেকেই ইসলামপুর উপজেলা ও পৌরসভার নানা সমস্য ও সম্ভাবনা নিজে তদারকি করে সরেজমিতে গিয়ে তা সমাধানের জন্য কার্যকরি পদক্ষেপ গ্রহন করেন।

বজেট অধিবেশনে  সময় পৌর সভার কর্মকর্তাসহ বিভিন্ন নেতৃবৃন্দ ও সুধীজনেরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।