এবার ২০২৫-২৬ অর্থ বছরে জামালপুরের ইসলামপুর পৌরসভার ১৬ কোটি ৭৫ লাখ ৮৯ হাজার ৫২৮ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে পৌরসভা কার্যালয়ে এই বাজেট ঘোষণা করেন বাজেট অধিবেশনের সভাপতি পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুর রহমান।
পৌর বাজেট অধিবেশন সূত্রে জানা গেছে, এবারের বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে ১৫ কোটি ৩৮ লাখ ৮০ হাজার ১৬৪ টাকা এবং সমাপনী স্থিতি রাখা হয়েছে এক কোটি ৩৭ লাখ নয় হাজার ৩৬৪ টাকা। এতে কোভিট পুনরুদ্ধার, ড্রেনেজ, পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনাসহ টেকসই নগর অবকাঠামো উন্নয়নে গুরুত্ব দেওয়া হয়েছে।
বাজেট অধিবেশনে ইসলামপুর পৌরসভার নিবার্হী কর্মকর্তা আবু সাইদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ. এ. আবু তাহের, উপজেলা প্রকৌশলী মো. তোফায়েল আহমেদ, সমাজ সেবা কর্মকর্তা মো. রুহুল আমীন, যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আহসানুল হাবীব, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহানারা, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. কামরুজ্জামান, ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আতিকুর রহমান রফিকুল, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী, বণিক সমিতির সভাপতি আওয়াল খান, প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামান মোরাদ বক্তব্য রাখেন।
এ সময় বাজেট অধিবেশনের সভাপতি পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুর রহমান জানান,ইসলামপুর পৌরসভাকে আধুনিক ও নাগরিক সেবা সম্বলিত করতে পৌরবাসীকে নিয়মিত পৌরকর পরিশোধ,জন্ম ও মৃত্যু নিবন্ধন করার পাশাপাশি বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধে জনসচেতনতা তৈরি করে আগামী সমৃদ্ধ বাংলাদেশ গঠনে কার্যকর ভূমিকা রাখতে সকলের প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য যে, পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুর রহমান দায়িত্ব নেওয়ার পর থেকেই ইসলামপুর উপজেলা ও পৌরসভার নানা সমস্য ও সম্ভাবনা নিজে তদারকি করে সরেজমিতে গিয়ে তা সমাধানের জন্য কার্যকরি পদক্ষেপ গ্রহন করেন।
বজেট অধিবেশনে সময় পৌর সভার কর্মকর্তাসহ বিভিন্ন নেতৃবৃন্দ ও সুধীজনেরা উপস্থিত ছিলেন।