• মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ০১:১০ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অভিযানে আসামীসহ প্রায় এক কোটি ছেষট্টি লক্ষ টাকার মালামাল সহ আসামী আটক দ্রুত নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে ……. সাবেক আইজিপি আবদুল কাইয়ুম জামালপুর জেলা জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের নেতা আলামিনের পিতার মৃত্যুতে এম শুভ পাঠানের শোক প্রকাশ জামালপুরে ক্রীড়া পরিদপ্তর বার্ষিক ক্রীড়া কর্মসূচির ২০২৪- ২৫ এর আওতায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন জামালপুরে এম শুভ পাঠানের নেতৃত্বে সাবেক এমপি নাসিরউদ্দিন পিন্টুর দশম মৃত্যুবার্ষিকী পালিত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে জামালপুরে জ্বনদ্বীপ নিউজের মতবিনিময় সভা ভঙুর অবস্থা থেকে দেশকে ফিরিয়ে এনেছেন অন্তর্বর্তীকালীন সরকার – জামালপুর সচিব সাইফুল্লাহ পান্না জামালপুরে শুভ পাঠনের নেতৃত্বে মহান মে দিবস পালিত  জামালপুরে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত শেরপুরে বিডব্লিউএমআরআই হাইব্রিড ভুট্টা ২ এর ব্লক প্রদর্শনী উপলক্ষে মাঠ দিবস অনুষ্ঠিত 

ফারুক চৌধুরীকে মনোনয়ন দিতে পৌর আওয়ামী লীগ নেতাদের আহবান 

জামালপুর প্রতিনিধি
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৫ সদর আসনে সাংগঠনিক ও দক্ষ ব্যক্তিকে মনোনয়ন দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে আহবান জানালেন জামালপুর পৌর আওয়ামী লীগ ও এর অন্তর্ভুক্ত ১৫টি ওয়ার্ড আওয়ামী লীগ ও ইউনিট আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক এবং সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতাকর্মীরা।
বৃহস্পতিবার সকালে জামালপুর রিক্রিয়েশন ক্লাবে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও জামালপুর-৫ সদর আসনের এমপি মনোনয়ন প্রত্যাশী ফারুক আহাম্মেদ চৌধুরী আয়োজিত মতবিনিময় সভায় তারা এ আহবান জানান। একই সাথে জামালপুর-৫ সদর আসনে নৌকাকে বিপুল ভোটে বিজয় করারও ঘোষণা দেন তারা।
মতবিনিময় সভায় জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, আশরাফ হোসেন তরফদার, মির্জা সাখাওয়াতুল আলম মনি, ইঞ্জিনিয়ার মো. কামরুজ্জামান, আবু জাফর শিশা, সোহরাব হোসেন বাবুল, জিএসএম মিজানুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম, সাধারণ সম্পাদক পৌর মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু প্রমুখ বক্তব্য রাখেন।
২০২৪ সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
নির্বাচনকে ঘীরে ক্ষমতাসীন দলের এমপি মনোনয়ন প্রত্যাশীরা প্রচার-প্রচারনা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছে। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন উন্নয়ন বার্তা পৌঁছে দিচ্ছে সাধারণ মানুষ ও ভোটারদের মাঝে।
এদের মধ্যে এমপি মনোনয়ন প্রত্যাশী জামালপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী তৃণমূল নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা, গণসংযোগ করে চলেছে।
সম্প্রতি তিনি জামালপুর পৌরসভার মেয়র, সকল কাউন্সিলর, উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সদর উপজেলার ১৫টি ইউনিয়নের সকল জনপ্রতিনিধি এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, প্রত্যেকটি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক, সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক এবং জেলা আওয়ামী লীগের নেতাদের সাথে মতবিনিময় সভা করেছেন।
এসব মতবিনিময় সভায় দক্ষ ও সাংগঠনিক ব্যক্তি হিসেবে ফারুক আহাম্মেদ চৌধুরীকে জামালপুর-৫ সদর আসনে এমপি মনোনয়ন দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে আহবান জানিয়েছেন তারা।
তাদের বক্তব্যে উঠে আসে, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে একটি চ্যালেঞ্জিং নির্বাচন। যার কারণে এই আসনে একজন দক্ষ ও সাংগঠনিক ব্যক্তিকে মনোনয়ন দেওয়ার প্রয়োজন। সাংগঠনিক ব্যক্তি মনোনয়ন পেলে খুব সহজেই এই আসনে নৌকার বিজয় লাভ করতে পারবে এবং শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাতেও সহায়ক হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।