মতিন রহমান:
জামালপুরের বকশীগঞ্জে রাস্তা পার হওয়ার সময় ট্রাকচাপায় আজাদ (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি পেশায় আইনজীবী।
শনিবার (১৩ এপ্রিল) রাত সাড়ে ৭টায় পৌরসভার মালীবাগ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত এডভোকেট আজাদ কামালপুরের মইনুদ্দিনের ছেলে।
এ ঘটনায় ট্রাক ও ট্রাক চালককে জনতা আটক করে পুলিশে দিয়েছে।
বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি ) মোহাম্মদ আব্দুল আহাদ খাঁন বলেন, ‘ট্রাক চালক ও ট্রাক আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন আছে।