• বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৬ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
সানন্দবাড়ীতে জিঞ্জিরাম জোনের ৫২ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত  জামালপুরে জলাবদ্ধতা নিরসন সড়ক সংস্কার মাদক জুয়া নির্মূলে জামালপুরে ওয়ার্ডভিত্তিক সভা জামালপুর জেলা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির নির্বাচনে সভাপতি পদে মনোনয়ন কিনলেন অধ্যাপক হারুন সরকারী আশেক মাহমুদ কলেজ পুকুরে গোসলে নেমে শিক্ষার্থীর মৃত্যু জামালপুরের সরিষাবাড়িতে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির’সহায়তায় ৮০ টি পরিবার পেল বিনামূল্যে টিউবওয়েল ও টিউবওয়েল স্থাপন সামগ্রী জামালপুরে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির নির্বাচন-সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করলেন আশরাফুল ইসলাম বুলবুল ইসলামপুরে হামলা জমি দখল ও হয়রানী মূলক মামলা প্রতিবাদে সংবাদ সম্মেলন দেওয়ানগঞ্জে মাদক বিরোধী সচেতনতা মূলক সমাবেশ অনুষ্ঠিত  জামালপুরে সদর আসনে মাসুদ হোসাইনকে এলডিপির প্রার্থী ঘোষণা বিনামূ্ল্যে অটোরিকশায় নতুন স্বপ্ন: দোস্ত এইডে স্বাবলম্বী জামালপুরে ২০ পরিবার

জামালপুরে দিগপাইতে কাঁচামাল ব্যবসায়ী ইয়াসিন আলীর আড়াই লাখ টাকা আত্মসাৎ এর অভিযোগ মাছুদের বিরুদ্ধে

স্টাফ রির্পোটারঃ
জামালপুর সদরের দিগপাইত ইউনিয়নের সনটিয়া গ্রামের কাঁচামাল ব্যবসায়ী মোঃ ইয়াসিন আলীর মুলধন সহ লভ্যাংশ প্রায় আড়াই লাখ টাকা আত্মসাৎ করার অভিয়োগ উঠেছে একই ইউনিয়নের পূর্বপার দিঘুলী গ্রামের মৃত আব্দুল হকের ছেলে মাছুদ এর নামে।
ঘটনার বিবরনে জানা যায়,নিরীহ কাচামাল ব্যবসায়ী মোঃ ইয়াসিন মিয়া ২০২৩ সালে নভেম্বর মাসে একই এলাকার ধনী,বাচ্ছু,হবিসহ বেশ কয়েকজনের কাছ থেকে মুলা ক্ষেত ক্রয় করে। পরে মুলাগুলো ক্ষেত খেকে তুলে ৫৭ গাড়ি পিকআপ করে মুলা  গাজিপুর বাইপাস এলাকায় সবজীর আড়তে ইয়াসিন আলীর ব্যবসায়ীক পার্টনার মাছুর বিক্রি করে। যাতে নিরীহ কাচামাল ব্যবসায়ী মোঃ ইয়াসিন মিয়া তার নিজ থেকে এই ব্যবসায় মাছুদের কাছে নগদ ১ লাখ ৫০ হাজার টাকা ব্যবসার জন্য প্রদান করে। দীর্ঘ দিন ব্যবসায়ের পর এ মুলার ব্যবসা থেকে হিসেব অনুযায়ী ১ লাখ ৭৫ হাজার লাভ হয় । যার মোঃ ইয়াসিন আলীর মূলধন ১ লাখ ৫০ হাজার টাকা ও লভ্যাংশের ৫০ ভাগ যার মূল্য ৮৭ হাজার ৫০০ টাকা সব মিলিয়ে মোট ২ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা মাছুদের কাছে চাইতে গেলে টাকা না দেওয়ার জন্য মাছুদ নানা রকমের টালবাহানা করতে থাকে। এতবস্থায়  নিরীহ কাঁচামাল ব্যবসায়ী মোঃ ইয়াসিন মিয়া মুলধন সহ লাভের টাকা পেতে সনটিয়া স্কুলের সামনে খলিলের দোকানে পাওনা টাকা সমাধানের জন্য বসলে সেখানে উপস্থিত

মুত আব্দুল হকের ছেলে মাছুদ ও মুকুল,চকপাড়া গ্রামের মৃত মুমেন আলীর ছেলে মোতালেব ও মৃত মজিদ এর ছেলে রহিম সহ আরো কয়েকজন মিলে নিরীহ কাঁচামাল ব্যবসায়ী মোঃ ইয়াসিন মিয়াকে কিল,ঘুষি,লাথি সহ বেধরক মারপিট করে । সেই সাখে নিরীহ কাঁচামাল ব্যবসায়ী মোঃ ইয়াসিন মিয়ার কাছে তার মুলধন সহ লাভের টাকা না দিয়ে উল্টো ২৫ হাজার টাকা তারা দাবী করে। উল্লখ্যে যে  নিরীহ কাঁেচামাল ব্যবসায়ী মোঃ ইয়াসিন মিয়কে তার লাভ ও মুলধনের ২ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা পাইয়ে দিবে বলে মৃত হাই মিয়ার ছেলে বাচ্চু মিয়া ১০০০০ হাজার টাকা হাতিয়ে নেয়। বর্তমানে নিরীহ কাঁচামাল ব্যবসায়ী মোঃ ইয়াসিন মিয়কে তার পাওনা ২ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা না দিয়ে উল্টো মাছুদ,মুকুর,বাচ্চু,মোতালেবও রহিম তাকে প্রাণ নাসের হুমকী প্রদান করে আসছে। এমতবস্থায়  নিরীহ কাঁচামাল ব্যবসায়ী মোঃ ইয়াসিন মিয়া তার জীবনের নিরাপত্তা চেয়ে ও তার পরিশ্রমের  লাভ ও মুলধনের ২ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা পাওনা টাকা ফিরত পেতে প্রশাসনের হস্থক্ষেপ কামনা করেছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।