এম.এফ.এ মাকামঃ
স্বাস্থ্য সুরক্ষায় পরিস্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ এই প্রতিবাদে জামালপুরে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে জেলা প্রশাসন ও জেলার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর জামালপুরের আয়োজনে জামালপুর জিলা স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম, জনস্বাস্থ্য প্রতৌশল অধিদপ্তর জামালপুরের নির্বাহী প্রকৌশলী মোঃ সুলতান মাহমুদ,জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান, মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম, জামালপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক হালিমা খাতুন, সাংবাদিক ফজলে এলাহী মাকাম সহ আরো অনেকে।
এ সময় বক্তারা হাত ধোয়ার মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্ন থেকে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে সুস্থ্য দেহ মন গঠন করে আগামীর সমৃদ্ধ নতুন বাংলাদেশ গঠনে কাজ করার আহ্বান জানান।