• শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরের লাউচাপড়া অবসর ও বিনোদন কেন্দ্রটির উন্নয়নকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত  জামালপুর পল্লী উন্নয়ন একাডেমিতে মাধ্যমিক ছাত্রীদের কৈশোরকালীন স্বাস্থ্য সেবা ও নিরাপত্তা বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত জামালপুরে মিথ্যা তথ্য দিয়ে গণ মাধ্যমে সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন জামালপুরে ভ্রাম্যমান আদালতে ৫ ইট ভাটাকে ৫ লক্ষ টাকা জরিমান  জামালপুরে দোস্ত এইডের বার্ষিক স্বেচ্ছাসেবক সম্মেলন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া ৬ আসনে স্বতন্ত্র প্রার্থীর প্রস্তাবকারীকে মারধর মনোনয়নপত্র জমাদানে বাঁধার অভিযোগ//থানায় জিডি জামালপুরে ১৫০ জন এতিম শিক্ষার্থী পেল দোস্ত এইডের শিক্ষাবৃত্তি জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) ৩৮ লাখ টাকার ভারতীয় কম্বল ও থান কাপড় জব্দ জামালপুরে মিথ্যা মামলা প্রত্যাহার ও প্রাণ নাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন জামালপুরে পল্লী উন্নয়ন একাডেমিতে নারীর নিরাপত্তা ও অধিকার আইন সমাজ ও করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

জামালপুরে পিলখানা হত্যাকান্ডের তদন্ত, জেলবন্দী বিডিআর সদস্যদের মুক্তি ও চাকুরিচ্যুতদের পুনর্বহালের দাবিতে মানববন্ধন

আসমাউল আসিফ, জামালপুর প্রতিনিধি
২০০৯ সালে সংগঠিত পিলখানা হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত, নিরপরাধ জেলবন্দী বিডিআর সদস্যদের মুক্তি ও চাকুরিচ্যুত সকল বিডিআর সদস্যদের পুনর্বহালের দাবিতে জামালপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে শহরের ফৌজদারি মোড়ে জামালপুর জেলা বিডিআর কল্যাণ পরিষদ এই মানববন্ধন কর্মসুচির আয়োজন করে।
ঘন্টাব্যাপী মানববন্ধনে সাবেক সিপাহি মো: আমজাদ হোসেনের সভাপতিত্বে জেলবন্দী বিডিআর সদস্য মোশাররফের মা মিলন নাহার, ছোট বোন শিলা আক্তার, জেলবন্দী জিয়ার মেয়ে জেনিফা ইয়াসমিন জেমী, বিডিআরের সাবেক হাবিলদার আক্তারুজ্জামান, সাবেক নায়েক আলাউদ্দিন, সাবেক ল্যান্স নায়েক আমিনুল ইসলাম, সাবেক ল্যান্স নায়েক মোশাররফ হোসেন, সাবেক সিপাহি মোতালেব হোসেন, ফরহাদ হোসেন, এরশাদ হোসেনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানা হত্যাকান্ড ছিল তৎকালীন সরকারের একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র। ওই ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তা এবং ৭৪ জন দেশপ্রেমিক প্রাণ হারিয়েছেন। প্রহসনের বিচারের মাধ্যমে এখনো সহ¯্রাধিক নিরপরাধ বিডিআর সদস্যকে জেলবন্দী করে রাখা হয়েছে। ১৮ হাজারেরও বেশি বিডিআর সদস্যকে জেল, জরিমানা ও চাকরিচ্যুত করা হয়েছে। এদের মধ্যে জামালপুর জেলায় প্রায় দেড়শ জন বিডিআর সদস্য রয়েছে। এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের পাশাপাশি নিরপরাধ বিডিআর সদস্যদের মুক্তি ও তাদের চাকুরিতে পুনর্বহালের দাবি জানান বক্তারা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।