• রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ০৪:১২ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুর সদরের ওসি নাজমুস সাকিবের নেতৃত্বে ২২ হাজার পিচ ইয়াবা সহ আটক ২ জামালপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত  জামালপুরের সরিষাবাড়িতে ৫০০ হতদরিদ্র পরিবারে দোস্ত এইডের ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ জামালপুরে সুজনের কমিটি গঠন: অজয় কুমার সভাপতি, সাজ্জাদ হুসেন সম্পাদক মাদারগঞ্জে কল প্রকল্পের অবহিতকরণ সভা বকশীগঞ্জে সাপের কামড়ে কৃষকের মৃত্যু বকশীগঞ্জে নিখোঁজ শিশু হত্যা: ধানক্ষেতে মরদেহ উদ্ধার জামালপুরে তারুণ্যের উৎসবে সদর উপজেলার অনূর্ধ্ব-১৫ ডেভেলপমেন্ট কাপ ফুটবল খেলোয়াড় বাছাই ও প্রতিযোগিতা সম্পন্ন জামালপুরে বিশ্ব পরিসংখ্যান  দিবস  পালিত  জামালপুরের  মাদারগঞ্জে কৃষকলীগ নেতা ফরিদকে আটকের পর জেল হাজতে প্রেরন

জামালপুর শহরের ছনকান্দা এলাকায় অবৈধ বিদ্যুৎ সংয়োগ ব্যবহার কারীর বিরুদ্ধে মামলা্ ]] বিল প্রদানকারীকে হুমকী

শহর প্রতিনিধিঃ
জামালপুর শহরের ছনকান্দা এলাকায় উত্তর কুটুরিয়া গামের নয়ন এর অটোরিকশার গ্যারেজে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ ব্যবহার করার ফলে সে বিষয়ে জামালপুর  বিদ্যুৎ বিভাগ থেকে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ ব্যবহার করায় মামলা হওয়ায়  আক্রোশ মূলকভাবে একই এলাকার মৃত মুনসুর আলীর নিরীহ ছেলে জামালপুর বিদ্যুৎ বিভাগের বিল প্রদানকারী মোহাম্মদ সোহেল রানা সুধিরকে নানা ধরনের হুমকি-ধামকি দিয়ে আসছে।
ঘটনার বিবরণে জানা যায়, ছনকান্দা  এলাকায় নয়ন দীর্ঘদিন থেকেই অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দিয়ে ও কাঙ্ক্ষিত বিল পরিশোধ না করে অটো রিকশা গুলো চার্জ দিয়ে আসছিল।
এ খবর বিদ্যুৎ বিভাগের লোকজন জানতে পারলে নয়নের অবৈধ বিদ্যুৎ লাইনের বিষয় তারা খোঁজ নিয়ে  গেল মে মাসের শেষের দিকে অবৈধ বিদ্যুৎ সংযোগের দায়ে নয়নের অটো রিকসার গ্যারেজের  নামে  মামলা দায়ের করে এক লাখ ১১ হাজার টাকা জরিমানা করে। এরপর থেকেই নয়ন ও তার সহযোগীদের দিয়ে আক্রোশ মূলকভাবে একই এলাকায় বসবাস করা বিদ্যুৎ বিভাগের মিটার বিল প্রদানকারী সুধীর কে নানা ধরনের হুমকি ধামকি ও  সুধিল বিদ্যুৎ বিভাগকে  অবৈধ সংযোগের বিষয়ে অবগত করেছে সন্দেহে মোবাইল ফোনে সুদিরে কাছে জোরপূর্ব জরিমানা টাকার অধেক অর্থ দাবি করে। এ নিয়ে সুধির নয়নকে জরিমানার অর্থ কেন দিবে জিজ্ঞেস করলে জোরপূর্বক বলে যে সুদির নাকি বিদ্যুৎ বিভাগকে খবর দিয়েছে। প্রকৃতপক্ষে এরকম কোন ধরনের ঘটনার সঙ্গে সুধীর জড়িত নয় বলে উল্লেখ করে তিনি । সরকারি বিধি মোতাবেক অবৈধ সংযোগ থাকার ফলে নয়নের বিরুদ্ধে বিদ্যুৎ বিভাগ মামলা সহ জরিমানার ব্যবস্থা করেছে এতে সুদিরের কোন হাত নেই বলেও জানাই তিনি। বর্তমানে নিরীহ সোহেল রানা সুধির সহ তার পরিবারকে নানা ধরনের হুমকি ধামকি দিয়ে নয়ন ও তার সঙ্গীরা জোরপূর্বক মিথ্যা মামলায় ফাঁসানোর পায়তারা করছে। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা সহ অবৈধ সংযোগ গ্রহণকারী নয়নের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছে এলাকার সচেতন মহল।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।