• শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০১:১২ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুর সরকারি বালিকা ‍উচ্চ বিদ্যালয় পাঠ্য বই ও  সিলেবাসের মধ্যে থেকেই হয়েছে পরীক্ষার প্রশ্ন– প্রধান শিক্ষক জামালপুর-২ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী শরিফুল ইসলাম খান ফরহাদের কর্মী-সমর্থকদের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত জামালপুর পৌরসভার কার্যক্রমকে গতিশীল করতে পৌর প্রশাসক মৌসুমী খানমের উদ্যেগে আলোচনা সভা অনুষ্ঠিত জামালপুরে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহের উদ্ভোধন রাজশাহীতে খুন বিচারক পুত্রের দাফন সরিষাবাড়ীর নিজ বাড়িতে সম্পন্ন সানন্দবাড়ীতে মাল্টি -স্টেকহোল্ডারস প্লাটফর্ম এমএমপি গঠন ও পরিকল্পনা প্রণায়ন সভা  জামালপুরে স্থিতিশীল তামাক নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত জামালপুর পৌর প্রশাসকের উদ্যোগে আর্থিক অনুদান প্রদান জামালপুরে পল্লী উন্নয়ন একাডেমিতে ডিজিটাল প্লাটফর্মে আয় বাড়াতে ২ দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু বকশীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র নেতৃবৃন্দের মতবিনিময় সভা

বকশীগঞ্জে পুলিশের ২০টি হারানো ফোন উদ্ধার, ফিরে পেলেন মালিকরা

মতিন রহমান,বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি।

জামালপুরের বকশীগঞ্জ থানা পুলিশ এক ব্যতিক্রমী উদ্যোগের মাধ্যমে হারানো ও চুরি যাওয়া ২০টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিয়ে এক অনন্য নজির স্থাপন করেছে।

মঙ্গলবার(২৯ জুলাই) দুপুরে থানা প্রাঙ্গনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে এই ফোনগুলো তাদের স্ব স্ব মালিকদের হাতে তুলে দেওয়া হয়।

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহাম্মেদের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম। তিনি উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো হস্তান্তর করেন। এ সময় তিনি বলেন, “জনগণের আস্থা ও নিরাপত্তা নিশ্চিত করাই পুলিশের মূল লক্ষ্য। এই কার্যক্রম তারই একটি অংশ।” তিনি আরও যোগ করেন, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের এমন প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ওসি খন্দকার শাকের আহাম্মেদ বলেন, “আমরা অত্যন্ত আনন্দিত যে, আমাদের প্রচেষ্টায় হারানো ফোনগুলো তাদের প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিতে পেরেছি। এটি আমাদের টিমের সম্মিলিত প্রচেষ্টার ফল। প্রযুক্তির ব্যবহার এবং নিরলস অনুসন্ধানের মাধ্যমে আমরা এই সাফল্য অর্জন করেছি। মানুষের মুখে হাসি ফোটাতে পারাটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।” তিনি আরও বলেন, “আমরা ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখব এবং সাধারণ মানুষের পাশে থেকে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাবো।”

হারানো ফোন ফিরে পেয়ে ভুক্তভোগীরা বকশীগঞ্জ থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাদের চোখে মুখে ছিল স্বস্তি ও আনন্দের ছাপ। এই ঘটনা পুলিশের প্রতি সাধারণ মানুষের বিশ্বাস ও আস্থাকে আরও সুদৃঢ় করবে বলে মনে করছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।