মতিন রহমান,বকশীগঞ্জ(জামালপুর)প্রতি
জামালপুরের বকশীগঞ্জ থানা পুলিশ এক ব্যতিক্রমী উদ্যোগের মাধ্যমে হারানো ও চুরি যাওয়া ২০টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিয়ে এক অনন্য নজির স্থাপন করেছে।
মঙ্গলবার(২৯ জুলাই) দুপুরে থানা প্রাঙ্গনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে এই ফোনগুলো তাদের স্ব স্ব মালিকদের হাতে তুলে দেওয়া হয়।
বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহাম্মেদের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম। তিনি উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো হস্তান্তর করেন। এ সময় তিনি বলেন, “জনগণের আস্থা ও নিরাপত্তা নিশ্চিত করাই পুলিশের মূল লক্ষ্য। এই কার্যক্রম তারই একটি অংশ।” তিনি আরও যোগ করেন, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের এমন প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ওসি খন্দকার শাকের আহাম্মেদ বলেন, “আমরা অত্যন্ত আনন্দিত যে, আমাদের প্রচেষ্টায় হারানো ফোনগুলো তাদের প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিতে পেরেছি। এটি আমাদের টিমের সম্মিলিত প্রচেষ্টার ফল। প্রযুক্তির ব্যবহার এবং নিরলস অনুসন্ধানের মাধ্যমে আমরা এই সাফল্য অর্জন করেছি। মানুষের মুখে হাসি ফোটাতে পারাটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।” তিনি আরও বলেন, “আমরা ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখব এবং সাধারণ মানুষের পাশে থেকে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাবো।”
হারানো ফোন ফিরে পেয়ে ভুক্তভোগীরা বকশীগঞ্জ থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাদের চোখে মুখে ছিল স্বস্তি ও আনন্দের ছাপ। এই ঘটনা পুলিশের প্রতি সাধারণ মানুষের বিশ্বাস ও আস্থাকে আরও সুদৃঢ় করবে বলে মনে করছেন স্থানীয়রা।