ফজলে এলাহী মাকামঃ
জামালপুর জেলা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির নির্বাচন ২০২৫ আগামী ৪ অক্টোবর অনুষ্ঠিত হবে। জামালপুর জেলা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির সভাপতি পদে মনোনয়ন পত্র কিনেছেন বিশিষ্ট সমাজ সেবক অধ্যাপক হারুনুর রশিদ।
বুধবার ( ১৭ সেপ্টেম্বর) দুপুরে জেলা সিভিল সার্জন এর কার্যালয়ে সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক এর কাছ থেকে সভাপতি পদে মনোনয়ন পত্র সংগ্রহ করেন তিনি। এ সময় জামালপুর জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক, জামালপুর জেনারেল হাসপাতালের আরএমও ডা.তারিক মেহের রনি সহ বেসরকারি ক্লিনিক মালিক সমিতির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
বিশিষ্ট সমাজ সেবক অধ্যাপক হারুনুর রশিদ শহরের স্বনামধন্য এভারগ্রীণ লাইফ জেনারেল হাসপাতালের প্রতিষ্ঠেতা চেয়ারম্যান হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন।
বিগত দিনেও তিনি জামালপুর জেলা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির সভাপতি পদে দায়িত্ব পালন করছেন। বেসরকারী হাসপাতালের সেবাদানের মাধ্যমে ও সদালাপি মানুষ হিসেবে সকলের কাছেই সুপরিচিত তিনি। জামালপুর জেলার বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের যেকোন বিপদ আপদে তাকে পাশে পেয়েছেন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকরা।
জামালপুর জেলা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির সভাপতি প্রার্থী অধ্যাপক হারুনুর রশিদ বলেন, বিগত সময়েও জামালপুর বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির সভাপতি পদে দায়িত্ব নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছি৷এবারও সভাপতি পদে মনোনয়ন পত্র কিনেছি। আগামী ৪ অক্টোবর ২০২৫ উৎসব মূখর পরিবেশে জামালপুর জেলা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। আমি আশাবাদী, জামালপুর জেলা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির সদস্যরা আমাকেই ভোট দিয়ে সভাপতি পদে জয়যুক্ত করে তাদের যে কোন প্রকার বিপদে আপদে পাথে থেকে সেবা করার সুযোগ দিবে।
এ বিষয়ে জেলা সিভিল সার্জন ও জামালপুর জেলা বেসরকারি ক্লিনিক মালিক সমিতি নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ডা. মোহাম্মদ আজিজুল হক জানান, আগামী ৪ অক্টোবর উৎসবমুখর পরিবেশে নির্বাচনের আয়োজন চলছে। গত ১৪ অক্টোবর থেকেই মনোনয়ন পত্র বিতরণ শুরু হয়েছে।
আগামীকাল ১৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র গ্রহণ ও জমাদানের শেষ তারিখ। এই নির্বাচনটি অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। ভোটার ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন তিনি।