• শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরের লাউচাপড়া অবসর ও বিনোদন কেন্দ্রটির উন্নয়নকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত  জামালপুর পল্লী উন্নয়ন একাডেমিতে মাধ্যমিক ছাত্রীদের কৈশোরকালীন স্বাস্থ্য সেবা ও নিরাপত্তা বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত জামালপুরে মিথ্যা তথ্য দিয়ে গণ মাধ্যমে সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন জামালপুরে ভ্রাম্যমান আদালতে ৫ ইট ভাটাকে ৫ লক্ষ টাকা জরিমান  জামালপুরে দোস্ত এইডের বার্ষিক স্বেচ্ছাসেবক সম্মেলন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া ৬ আসনে স্বতন্ত্র প্রার্থীর প্রস্তাবকারীকে মারধর মনোনয়নপত্র জমাদানে বাঁধার অভিযোগ//থানায় জিডি জামালপুরে ১৫০ জন এতিম শিক্ষার্থী পেল দোস্ত এইডের শিক্ষাবৃত্তি জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) ৩৮ লাখ টাকার ভারতীয় কম্বল ও থান কাপড় জব্দ জামালপুরে মিথ্যা মামলা প্রত্যাহার ও প্রাণ নাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন জামালপুরে পল্লী উন্নয়ন একাডেমিতে নারীর নিরাপত্তা ও অধিকার আইন সমাজ ও করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

জামালপুর জেলা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির নির্বাচনে সভাপতি পদে মনোনয়ন কিনলেন অধ্যাপক হারুন

ফজলে এলাহী মাকামঃ

জামালপুর জেলা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির নির্বাচন ২০২৫ আগামী ৪ অক্টোবর অনুষ্ঠিত হবে। জামালপুর জেলা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির সভাপতি পদে মনোনয়ন পত্র কিনেছেন বিশিষ্ট সমাজ সেবক অধ্যাপক হারুনুর রশিদ।

বুধবার ( ১৭ সেপ্টেম্বর) দুপুরে জেলা সিভিল সার্জন এর কার্যালয়ে সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক  এর কাছ থেকে সভাপতি পদে মনোনয়ন পত্র সংগ্রহ করেন তিনি। এ সময় জামালপুর জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক, জামালপুর জেনারেল হাসপাতালের আরএমও ডা.তারিক মেহের রনি সহ বেসরকারি ক্লিনিক মালিক সমিতির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

বিশিষ্ট সমাজ সেবক অধ্যাপক হারুনুর রশিদ শহরের স্বনামধন্য এভারগ্রীণ লাইফ জেনারেল হাসপাতালের প্রতিষ্ঠেতা চেয়ারম্যান হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন।

বিগত দিনেও তিনি  জামালপুর জেলা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির সভাপতি পদে দায়িত্ব পালন করছেন। বেসরকারী হাসপাতালের সেবাদানের মাধ্যমে ও সদালাপি মানুষ হিসেবে সকলের কাছেই সুপরিচিত তিনি। জামালপুর জেলার বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের যেকোন বিপদ আপদে তাকে  পাশে পেয়েছেন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকরা।

জামালপুর জেলা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির সভাপতি প্রার্থী অধ্যাপক হারুনুর রশিদ বলেন, বিগত সময়েও  জামালপুর বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির সভাপতি পদে দায়িত্ব নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছি৷এবারও সভাপতি পদে মনোনয়ন পত্র কিনেছি। আগামী ৪ অক্টোবর ২০২৫ উৎসব মূখর পরিবেশে জামালপুর জেলা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। আমি আশাবাদী, জামালপুর জেলা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির সদস্যরা আমাকেই ভোট দিয়ে সভাপতি পদে জয়যুক্ত করে তাদের যে কোন  প্রকার বিপদে আপদে পাথে থেকে সেবা করার সুযোগ দিবে।

এ বিষয়ে জেলা সিভিল সার্জন ও জামালপুর জেলা বেসরকারি ক্লিনিক মালিক সমিতি নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ডা. মোহাম্মদ আজিজুল হক জানান, আগামী ৪ অক্টোবর উৎসবমুখর পরিবেশে নির্বাচনের আয়োজন চলছে। গত ১৪ অক্টোবর থেকেই মনোনয়ন পত্র বিতরণ শুরু হয়েছে।

আগামীকাল ১৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র গ্রহণ ও জমাদানের শেষ তারিখ। এই নির্বাচনটি অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। ভোটার ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন তিনি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।