বাঁধন হোসেন, জামালপুর প্রতিনিধি
নিউইয়র্কে আওয়ামী লীগ কর্তৃক এনসিপির সদস্য সচিব আখতার হোসেনসহ রাজনীতিবিদের উপর হামলার প্রতিবাদ ও ইন্টেরিম সরকারের গাফিলতির জবাব এবং দল হিসেবে আওয়ামী লীগের বিচারের দাবিতে জামালপুরে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বের) সন্ধ্যায় শহরের দয়াময়ী মোড়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জামালপুর জেলা শাখা এই কর্মসূচির আয়োজন করে।
ঘন্টাব্যাপী অবস্থানের পর বিক্ষোভ সমাবেশে সদর উপজেলার প্রধান সমস্বয়কারী আরাফাত শাকিলের সভাপতিত্বে যুগ্ম সমস্বয়কারী শাখাওয়াত হোসেন জনি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমম্বয়ক আমিমুল ইসলাম, মাদারগঞ্জ উপজেলার প্রধান সমম্বয়ক আব্দুল মালেক, এডভোকেট শামীমসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলেও গোপনে তারা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। যার ফলে নিউইয়র্কে আওয়ামী লীগের সদস্যরা এনসিপির সদস্য সচিব আখতার হোসেনসহ অন্যান্য রাজনীতিবিদদের উপর হামলা চলিয়েছে। তাই আমরা অতি দ্রুত আওয়ামী লীগের বিচারের দাবি জানাচ্ছি।