• সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০৮:২৭ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে সুজনের কমিটি গঠন: অজয় কুমার সভাপতি, সাজ্জাদ হুসেন সম্পাদক মাদারগঞ্জে কল প্রকল্পের অবহিতকরণ সভা বকশীগঞ্জে সাপের কামড়ে কৃষকের মৃত্যু বকশীগঞ্জে নিখোঁজ শিশু হত্যা: ধানক্ষেতে মরদেহ উদ্ধার জামালপুরে তারুণ্যের উৎসবে সদর উপজেলার অনূর্ধ্ব-১৫ ডেভেলপমেন্ট কাপ ফুটবল খেলোয়াড় বাছাই ও প্রতিযোগিতা সম্পন্ন জামালপুরে বিশ্ব পরিসংখ্যান  দিবস  পালিত  জামালপুরের  মাদারগঞ্জে কৃষকলীগ নেতা ফরিদকে আটকের পর জেল হাজতে প্রেরন জামালপুরে লালন সাঁইয়ের ১৩৫ তম তিরোধান দিবস পালিত জামালপুরে প্রাইম ল্যাব. স্কুল এন্ড কলেজের ডে কেয়ার  সেন্টারের উদ্বোধন ও প্রীতি ফুটবল ম্যাচ খেলা অনুষ্ঠিত জামালপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

বকশীগঞ্জে নিখোঁজ শিশু হত্যা: ধানক্ষেতে মরদেহ উদ্ধার

 

মতিন রহমান, বকশীগঞ্জ (জামালপুর)

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় একদিন পর ইয়ার রহমান (১০) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির মরদেহ তার বাড়ির পাশের একটি ধানক্ষেত থেকে উদ্ধার করা হয়। এটি একটি নৃশংস হত্যাকাণ্ড বলে প্রাথমিক ধারণা করছে পুলিশ।

নিহত ইয়ার রহমান পৌর এলাকার মালিরচর মৌলভিপাড়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রোববার (১৯ অক্টোবর) রাত আটটার দিকে ইয়ার রহমান বাড়ির কাছে একটি মুদি দোকানে টেলিভিশন দেখার কথা বলে বাইরে গিয়েছিল। এরপর থেকে সে আর বাড়ি ফেরেনি। পরিবারের সদস্যরা সারারাত ব্যাপক খোঁজাখুঁজি করেও শিশুটির কোনো সন্ধান পাননি।

আজ সোমবার (২০ অক্টোবর) দুপুর আনুমানিক ১২টার দিকে মালিরচর মৌলভিপাড়া গ্রামের একটি ধানক্ষেতে কাজ করতে গিয়ে স্থানীয় কৃষকরা মরদেহটি দেখতে পান। এরপর তারা পুলিশকে খবর দেন।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহম্মেদ জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেছে। তিনি বলেন, “প্রাথমিক তদন্তে মনে হচ্ছে এটি একটি নৃশংস হত্যাকাণ্ড। শিশুটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।”

ওসি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।