ফজলে এলাহী মাকাম ঃ
জামালপুরে এলডিপির ২০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকালে এলডিপি জামালপুর জেলা শাখার আয়োজনে শহরের হযরত শাহজামাল (রহঃ) এর মাজার রোড থেকে শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে।
পরে এলডিপির দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভায় বক্তব্য রাখেন এলডিপি জামালপুর জেলা শাখার সদস্য সচিব ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর সদর ৫ আসনে এলডিপির ছাতা মার্কার সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মুহাম্মদ মাসুদ হোসাইন পীর সাহেব।
এ সময় তিনি এলডিপির ২০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি আগামী দিনে সুখী, সমৃদ্ধ, দুর্নীতি ও শোষণমুক্ত, বেকারত্বহীন,নারীর ক্ষমতায়ন এবং বাল্য বিবাহ মুক্ত মডেল জামালপুর গড়তে সকলকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এলডিপির পক্ষে সমর্থন ও ভোট প্রদান করতে আহ্বান জানান।