স্টাফ রিপোর্টার ঃ
জামালপুর সদরে রাজকীয় সৌদি সরকারের প্রেরিত কোরবানির গোশত সঠিক ভাবে বিতরন করা হয়েছে।
শনিবার (১ নভেম্বর ) সকালে সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় থেকে জামালপুর সদরে রাজকীয় সৌদি সরকারের প্রেরিত ৫২ কাটুন কোরবানীর গোশত সদর উপজেলার ৫৫ টি মাদ্রাসা ও এতিমখানায় সুষ্ঠ ভাবে বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন জামালপুর সদরের সহকারি কমিশনার ভূমি তানভীর হায়দার, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল আলীম, অফিস সহকারি মোহাম্মদ আসাদুজ্জামান,বিভিন্ন ইউনিয়ন পরিষদের সচিব বৃন্দ ও প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদ কর্মীবৃন্দ।
এ বিষয়ে জামালপুর সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল আলীম জানান, রাজকীয় সৌদি সরকারের প্রেরিত ৫২ কাটুন কোরবানীর গোশত সঠিকভাবে সরকারি নির্দেশনা মেনে সদর উপজেলার ৫৫ টি মাদ্রাসা ও এতিমখানায় সঠিকভাবে বিতরণ করা হয়েছে।
এ বিষয়ে সহকারী কমিশনার ভূমি তানভীর হায়দার জানান, জামালপুর সদর উপজেলায় রাজকীয় সৌদি সরকারের প্রেরিত গোশত
উপজেলার ৫৫ টি মাদ্রাসা ও এতিমখানার কর্মকর্তাদের নিকট তালিকা অনুযায়ী স্বাক্ষর নিয়ে তার সঠিকভাবে বিতরণ করা হয়েছে।