এম.এফ,এ মাকামঃ
জামালপুর স্থিতিশীল তামাক নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ উপলক্ষে বাংলাদেশ তামাক বিরোধী জোট এর আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১২ ই নভেম্বর বুধবার সকালে জামালপুর পৌরসভা মিলনায়তনে আলোচনা সভায় বাংলাদেশ মানবতা ফোরামের চেয়ারম্যান এম এইচ মজনু মোল্লার সভাপতিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক ও পৌর প্রশাসক মৌসুমী খানম। এ সময় অন্যদের মাঝে বক্তব্য রাখেন পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান, দৈনিক আজকের জামালপুর এর সম্পাদক এম এ জলিল, জামালপুর জেলা প্রেসক্লাব সভাপতি ফজলে এলাহী মাকাম, মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম,জেলা নাটাব সভাপতি তানভীর আহমেদ হীরা সহ অনুষ্ঠানটির সঞ্চালনা করেন এসপিকে কর্মকর্তা এনামুল হক। এ সময় বক্তারা স্থিতিশীল তামাক নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগের পাশাপাশি তামাকের কুফল নিয়ে সকলকে সচেতনতা হবার জন্য ও তামাক বর্জনকল্পের সকলকে ঐক্যবদ্ধ হয়ে আগামীর সমৃদ্ধ নতুন বাংলাদেশ গঠনে কাজ করার আহ্বান জানান।