ফজলে এলাহী মাকাম ঃ
জামালপুরে খাদ্যের নিরাপদতা এবং নিরাপদ খাদ্যের পাঁচটি চাবিকাঠি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১১ ডিসেম্বর সোমবার বিকালে জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এলাকার দলের আয়োজনে অনুষ্ঠিত সভায সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী।
এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আবু নাসের মোহাম্মদ শফিউল্লাহ, রেস্টুরেন্ট মালিক সমিতির সভাপতি ইকরামুল হক নবীন, জামালপুর জেলা প্রেসক্লাব সভাপতি ফজলে এলাহী মাকাম সহ আরো অনেকে।
এ সময় বক্তারা নিরাপদ খাদ্য ও পুষ্টিগুণ সম্পন্ন খাদ্য গ্রহণ, টাটকা শাক সবজি, মাছ, মাংস গ্রহণ করার পাশাপাশি হোটেল এবং রেস্টুরেন্টে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে খাবার পরিবেশন খাদ্যের পুষ্টিগণ সম্পর্কে সকলকে সচেতন করতে সকলের প্রতি বিশেষ ভাবে আহ্বান করা হয়।