ফজলে এলাহী মাকাম ঃ
জামালপুরের বকশীগঞ্জের সাতানীপাড়া এলাকা থেকে ১৮হাজার ভারতীয় রুপি সহ ১জন কে আটক করেছে জামালপুর ৩৫ বিজিবি।
জামালপুর ব্যাটেলিয়ান ৩৫ বিজিবি পক্ষ থেকে জানানো হয়, জামালপুর ব্যাটেলিয়ান ৩৫ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল হাসানুর রহমান, পিএসসি এর সার্বিক দিক নির্দেশনায় চোরাচালানী অভিযান পরিচালনার অংশ হিসেবে ২০ ডিসেম্বর শনিবার বিকালে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধিনস্থ্য বকশীগঞ্জ উপজেলার সাতানীপাড়া বিওপির সীমান্ত পিলার ১০৮৬/৬ এস হতে আনুমানিক ৫০০গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতানীপাড়া এলাকায় ১৮ হাজার ভারতীয় রুপি ও নগদ ২৫০০ টাকা সহ বকশীগঞ্জ উপজেলার বালু গ্রাম বালুগ্রাম এলাকার মৃত আবু হোসেনের ছেলে মোঃ আসাদ (২৮) নামে একজনকে আটক করে ৩৫ বিজিবি। বিজিবি পক্ষ থেকে জব্দকৃত ভারতীয় রুপি ও চোরাচালানী মালামাল সহ আসামী মোঃ আসাদকে বকশীগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।
বিজিবি মহাপরিচালকের ঘোষিত চোরাচালনের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্তে মাদক ও সকল ধরনের চোরাচালান পাচার রোধকল্পে এবং সীমান্ত সুরক্ষায় দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) বলে জানিয়েছে জামালপুর ৩৫ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান, পিএসসি।