ফজলে এলাহী মাকাম ঃ
জামালপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আয়োজিত ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ ২২ ডিসেম্বর সোমবার সকালে জামালপুরের অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে ইয়াং টাইয়ারস অনূর্ধ্ব ১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-২৬ এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বিসিবির সাবেক পরিচালক অধ্যক্ষ আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান ,অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার ইউনুস, জেলা ক্রীড়া অফিসার (ভারপ্রাপ্ত) ধীরেন্দ্র চন্দ্র সরকার সহ আরো অনেকে।
এ সময় বক্তারা খেলাধুলার মাধ্যমে দেহমন গঠন করে মাদক ও সন্ত্রাসমুক্ত থেকে আগামীর সমৃদ্ধ নতুন বাংলাদেশ গঠনে কাজ করার আহ্বান জানান।
উদ্বোধনী খেলায় টাঙ্গাইল জেলা ও শেরপুর জেলা অংশগ্রহণ করে।