• সোমবার, ০৫ জানুয়ারী ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ভ্রাম্যমান আদালতে ৫ ইট ভাটাকে ৫ লক্ষ টাকা জরিমান  জামালপুরে দোস্ত এইডের বার্ষিক স্বেচ্ছাসেবক সম্মেলন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া ৬ আসনে স্বতন্ত্র প্রার্থীর প্রস্তাবকারীকে মারধর মনোনয়নপত্র জমাদানে বাঁধার অভিযোগ//থানায় জিডি জামালপুরে ১৫০ জন এতিম শিক্ষার্থী পেল দোস্ত এইডের শিক্ষাবৃত্তি জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) ৩৮ লাখ টাকার ভারতীয় কম্বল ও থান কাপড় জব্দ জামালপুরে মিথ্যা মামলা প্রত্যাহার ও প্রাণ নাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন জামালপুরে পল্লী উন্নয়ন একাডেমিতে নারীর নিরাপত্তা ও অধিকার আইন সমাজ ও করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত জামালপুরে অনূর্ধ্ব ১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন  জামালপুরে ১৮ হাজার ভারতীয় রুপি সহ একজনকে আটক করেছে ৩৫ বিজিবি ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদির মৃত্যুর প্রতিবাদে জামালপুর বিক্ষোভ

জামালপুরে ১৫০ জন এতিম শিক্ষার্থী পেল দোস্ত এইডের শিক্ষাবৃত্তি

 

ফজলে এলাহী মাকাম ঃ

সামাজিক স্বেচ্ছাসেবী সংস্থা দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির উদ্যোগে ১৫০ জন এতিম শিক্ষার্থীর মাঝে মাসিক শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। শনিবার সকালে জামালপুরে অবস্থিত সংস্থার প্রধান কার্যালয়ের কনফারেন্স সেন্টারে আয়োজিত শিক্ষাবৃত্তি প্রদান ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রামে এই বৃত্তি বিতরণ করা হয়।

অনুষ্ঠানে দোস্ত এইডের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা নির্বাহী অফিসার নাজনীন আক্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার শাহাদাত হোসেন এবং জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহি মাকাম।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার নাজনীন আক্তার বলেন, এতিম ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষার মূলধারায় ধরে রাখতে এই ধরনের শিক্ষাবৃত্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার মাধ্যমে একটি শিশুর জীবন, পরিবার এবং সমাজের ভবিষ্যৎ বদলে যেতে পারে। দোস্ত এইডের এই উদ্যোগ প্রশংসার দাবি রাখে।

সভাপতির বক্তব্যে দোস্ত এইডের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, দোস্ত এইড বিশ্বাস করে শিক্ষা হলো টেকসই উন্নয়নের সবচেয়ে শক্ত ভিত্তি। আর্থিক সংকটের কারণে যেন কোনো এতিম শিক্ষার্থী ঝরে না পড়ে, সেই লক্ষ্যেই নিয়মিত শিক্ষাবৃত্তি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আগামীতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে এবং এর পরিসর আরও সম্প্রসারণ করা হবে।

জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, শিক্ষিত প্রজন্মই একটি নিরাপদ ও মানবিক সমাজ গড়ে তোলে। দোস্ত এইডের মতো সংগঠনগুলো সামাজিক দায়বদ্ধতা থেকে যে কাজ করছে, তা সত্যিই অনুপ্রেরণাদায়ক।

উপজেলা সমাজসেবা অফিসার শাহাদাত হোসেন বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর এই ধরনের উদ্যোগ সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য নতুন সম্ভাবনার সৃষ্টি করে।

জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহি মাকাম বলেন, দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি কেবল তাৎক্ষণিক সহায়তা নয়, বরং একটি প্রজন্মকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে কাজ করছে। শিক্ষাবৃত্তির মতো কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তনের ভিত্তি তৈরি করে। তিনি দোস্ত এইডসহ এ ধরনের মানবিক কাজে নিয়োজিত সংস্থাগুলোকে তাদের কার্যক্রম আরও বিস্তৃত করার জন্য উৎসাহ প্রদান করেন।

অনুষ্ঠানে ১৫০ জন এতিম শিক্ষার্থীর প্রত্যেককে ৬,০০০ টাকা করে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। এ সময় শিক্ষার্থীদের পাশাপাশি তাদের অভিভাবকরাও উপস্থিত ছিলেন।
একজন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর অভিভাবক কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই শিক্ষাবৃত্তি আমাদের সন্তানের পড়াশোনা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে বড় সহায়তা করবে। এতে আমাদের সন্তানের ভবিষ্যৎ নিয়ে নতুন আশা তৈরি হয়েছে।

দোস্ত এইডের প্রোজেক্ট ম্যানেজার আবুল কায়েসের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংস্থার হেড অব অ্যাকাউন্টস অ্যান্ড অ্যাডমিন কহিনুর আলম চৌধুরী, অপারেশন ম্যানেজার জহুরুল ইসলাম, অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মাজহারুল ইসলাম, আইটি ম্যানেজার সম্রাট বাবর, শিক্ষা অফিসার শওকত মিয়া, পিআরও মুজাহিদুল ইসলামসহ সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি প্রতিষ্ঠালগ্ন থেকে সারাদেশে দারিদ্র্য বিমোচন, শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য সহায়তা, প্রতিবন্ধী পুনর্বাসন, পানি ও স্যানিটেশন, গৃহায়ণ, মসজিদ ও মাদ্রাসা নির্মাণসহ বিভিন্ন মানবিক ও উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করে আসছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।