• শনিবার, ০৪ মে ২০২৪, ০৩:১৫ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
তীব্র তাপদাহে বিশুদ্ধ পানি ও শরবত বিতরন আশেক মাহমুদ কলেজের ছাত্রছাত্রীদের ইসলামপুরে উপজেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদন্দ্বীতায় এড.আঃ সালাম চেয়ারম্যান নির্বাচিত বকশীগঞ্জে র‍্যাবের অভিযানে ২৪ কেজি গাঁজাসহ আটক-৩ জামালপুরে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা জামালপুরে তীব্র দাবদাহে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির খাবার পানি ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ জামালপুরে ১৫ টি ইউনিয়নে সার্বজনীন পেনশন স্কিমের বুথের উদ্বোধন দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র কাদের সেখ বরখাস্ত বিএসইসি চেয়ারম্যানকে সিটি ব্রোকারেজ লিমিটেডের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন দেওয়ানগঞ্জে সিডস কর্মসূচির অবহিতকরণ সভা জামালপুরে এইডস রোগী ২৮ জন কর্মশালায় প্রকাশ

জামালপুরে ঝুকিপূর্ণ রেললাইন ও সেতু দিয়ে আন্তঃনগর রেল চলাচল করায় বড় ধরনের রেল দূর্ঘটনার সম্ভাবনা

কাওছার আহমেদ ॥

জামালপুর জংশন থেকে টাঙ্গাইলের  যমুনাসেতু পূর্ব ষ্টেশন হয়ে  ঢাকা পর্যন্ত নতুন ক শ্রেণীর আন্তঃনগর জামালপুর এক্সপ্রেস সহ মেইল ও লোকাল ট্রেন মিলে ১০টি ট্রেন যাতায়াত করে। তবে জামালপুর থেকে তারাকান্দি পর্যন্ত রেল লাইনে পাথর না থাকায় ও ফিসপ্লেট,ষ্টিপারগুলোর নাট বল্টু পুরোনো  ও ব্রীজ গুলো অত্যন্ত ঝৃকিপূর্ণ হবার ফলে অনেকেটা ঝুকি নিয়ে রেল চলাচল করতে হচ্ছে যাত্রীদের। তবে এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়ার করে বলেছে রেল কর্তপক্ষ।

জামালপুর থেকে সরিষাবাড়ি হয়ে টাঙ্গাইল জেলার  যমুনাসেতু পূর্ব ষ্টেশন থেকে ঢাকার দুরত্ব ১৮৮ কিলোমিটার । এই লাইনে দুটি আন্তঃনগর ,মেইল ও লোকাল ট্রেন মিলে ১০টি ট্রেন যাতায়াত করে। তবে জামালপুর থেকে তারাকান্দি ষ্টেশন পর্যন্ত ৩২ কিলোমিটার  রেল লাইনে পাথর না থাকায় ও ফিসপ্লেট,ষ্টিপারগুলো নাট ,বল্টু ঢিলে হওয়ায় ফলে ট্রেন লাইনচ্যুত হয়ে এই রেললাইনে যে কোন সময় বড় ধরনের দূর্ঘটনাও ঘটতে পারে বলে জানান পশ্চিম ফুলবাড়িয়া এলাকার বিল্লাল ও সজীব। রেলযাত্রী আকবর হোসেন জানান এছাড়া রেললাইনে থাকা সংযোগ ব্রীজগুলো বেশ পুরোনো হয়ে গেছে। সেই সাথে রেল ব্রীজে ফাটল সহ ব্রীজের নাট বল্টু ঢিলে হয়ে যাওয়ায় অনেকটা ঝুকি নিয়ে অপেক্ষাকৃত কম গতিতে রেল চলাচল করার ফলে এই লাইনে জামালপুর থেকে ঢাকা যাতায়াতে দেড় থেকে দুই ঘন্টা সময় বেশী লেগে যাচ্ছে যাত্রীদের। তাই রেল ব্রীজ ও লাইনের দ্রুত সংস্কার করে বড় ধরনের দূর্ঘটনার হাত থেকে রক্ষা পেতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে যথাযথ কতৃপক্ষে সুদৃষ্টি কামনা করেছে তারা। জামালপুর জংশন এর ষ্টেশন মাষ্টার মোঃ শাহাবু্িদ্দন,এই রেল লাইনের বেহাল দশা কথা স্বীকার করে বলেন রেল যাত্রীদের যাত্রীসেবার মানবৃদ্ধির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে যাত্রী সেবার মান বৃদ্ধি করা হবে।এদিকে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক রেল মন্ত্রনালয়ের সাথে যোগাযোগ করে রেল লাইন সংস্কারে জরুরী পদক্ষেপ নেওয়ার আশ^াস দেন তিনি। সব মিলিয়ে দ্রুত রেল লাইন সংস্কারে জরুরী পদক্ষেপ নিবে যথাথত কতৃপক্ষ এমনটি প্রত্যাশা সকলের।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।