এফ.এফ এ মাকাম ঃ
জামালপুরে শতাধিক ফলজ,বনজ ও ওষুধী গাছের চারা রোপন করেছেন জাতি সংঘের জলবায়ু পরিবর্তন ঝুঁকি বিষয়ক বিশেষ দুত ও বাংলাদেশ স্কাউটস এর সভাপতি আবুল কালাম আজাদ।
আজ সকালে জেলা স্কাউটস এর আয়োজনে স্টেডিয়াম সংলগ্ন স্কাউট ভবনের সামনে বৃক্ষ রোপন কালে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুর্শেদা জামান, স্থানীয় সরকার শাখার উপপরিচাক কবীর উদ্দীন ,অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মোখলেছুর রহমান,জেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি আতিকুর রহমান ছানা,ডাঃ মোশায়ের-উল-ইসলাম রতন, জেলা রোভার স্কাউট কমিশনার অধ্যক্ষ একেএম মুস্তাফিজুর রহমান,জেলা স্কাউট কর্মকর্তা সাংবাদিক আনোয়ার হোসেন সহ অনেকে।
এ সময় স্কাউট আন্দোলনের অংশ হিসেবে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ রোপন করার মাধ্যমে আগামী প্রজন্মকে সবুজ পৃথিবী দেওয়ার বিষয়ে আলোকপাত করা হয়। পরে জামালপুরে নির্মানাধীন বহুতল বিসিষ্ট স্কাউট ভবনের নির্মান কাজ পরিদর্শন করা হয়।