এম.এফ.এ মাকাম ঃ
ঈদ-উল- আজহা উপলক্ষে জামালপুরের বকশীগঞ্জের মেরুরচরে ১৫ টি গরু কোরবানী করে হতদরিদ্র প্রায় ৫শ ২৫টি পরিবারের মাঝে ২ কেজি করে গোসত বিতরন করেছেন মেরুরচর ইউনিয়ন চেয়ারম্যান জাহিদুল ইসলাম জেহাদ।
আজ বৃহস্পতিবার দুপুরে বেসরকারী সংস্থা ইসলামিক রিলিফ এর আয়োজনে মেরুরচরের মাদারের চরে হতদরিদ্র এসব পরিবারের মাঝে ঈদ আনন্দ ভাগ করে নিতে কোরবানীর গোসত বিতরন কালে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা গোলাম মাওলা, মেরুরচর ইউনিয়ন চেয়ারম্যান জাহিদুল ইসলাম জেহাদ,ইসলামিক রিলিফ কর্মকর্তা রিয়াজ উদ্দিন সহ আরো অনেকে। এ বিষয়ে মেরুরচর ইউনিয়ন চেয়ারম্যান জাহিদুল ইসলাম জেহাদ বলেন, ঈদে চরাঞ্চলের হতদরিদ্রদের মাঝে ঈদ আনন্দ ভাগ করে নিতে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে।