• শনিবার, ০৪ মে ২০২৪, ১১:০৬ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
তীব্র তাপদাহে বিশুদ্ধ পানি ও শরবত বিতরন আশেক মাহমুদ কলেজের ছাত্রছাত্রীদের ইসলামপুরে উপজেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদন্দ্বীতায় এড.আঃ সালাম চেয়ারম্যান নির্বাচিত বকশীগঞ্জে র‍্যাবের অভিযানে ২৪ কেজি গাঁজাসহ আটক-৩ জামালপুরে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা জামালপুরে তীব্র দাবদাহে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির খাবার পানি ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ জামালপুরে ১৫ টি ইউনিয়নে সার্বজনীন পেনশন স্কিমের বুথের উদ্বোধন দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র কাদের সেখ বরখাস্ত বিএসইসি চেয়ারম্যানকে সিটি ব্রোকারেজ লিমিটেডের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন দেওয়ানগঞ্জে সিডস কর্মসূচির অবহিতকরণ সভা জামালপুরে এইডস রোগী ২৮ জন কর্মশালায় প্রকাশ

জামালপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন আব্দুল হাই বুলু

আকন্দ সোহাগঃ
জামালপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন আব্দুল হাই বুলু । তিনি জেলার মাদারগঞ্জ উপজেলার  বালিজুড়ী ফাজেল মাহমুদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। জাতীয় শিক্ষা সপ্তাহ – ২০২২ উপলক্ষে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান ক্যাটাগরিতে তাঁকে নির্বাচিত ঘোষণা জেলা বাছাই কমিটি। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা শিক্ষা কার্যালয়ের সহকারী পরিদর্শক মোহাম্মদ শফিকুল ইসলাম। জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আব্দুল হাই বুলু, ১৯৮৯ সালের ২১ জানুয়ারি গুনারীতলা ইউনিয়নের   জাঙ্গালিয়া ডিএম উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক ( গণিত) যোগদানের মধ্য দিয়ে শিক্ষকতা পেশা করেন। এরপর  ১৯৯১ সালের  ৬ মে মেলান্দহ উপজেলার  ফুলকোঁচা উচ্চ বিদ্যালয়ে যোগদানসহ  ১৯৯৪ সালের  ১ আগষ্ট মহিষবাথান আর এম উচ্চ বিদ্যালয়ে  যোগদান করেন। পরে  ১৯৯৫ সালের ১১ অক্টোবর বালিজুড়ী ফাজেল মাহমুদ উচ্চ বিদ্যালয়ে  সহকারী শিক্ষক (গণিত) হিসেবে যোগদান করেন।২০০৬ সালের ১ জুন সহকারী প্রধান হিসেবে দায়িত্ব পালনসহ ২০১৫ সালের  ১৭ জানুয়ারি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক  হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সবশেষ ২০১৫ সালের ২৭ জুন প্রধান হিসেবে নিয়োগ প্রাপ্ত হয়ে দায়িত্ব পালন করে আসছেন। তিনি দায়িত্বগ্রহণের  পর থেকেই তিনি প্রশাসনিক প্রশিক্ষণসহ শিক্ষার মান উন্নয়ন ও বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেছেন। শিক্ষার্থী অভিভাবকেরা জানান, প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি নিয়মিত সহ-পাঠ্যক্রম, শিক্ষামূলক কার্যক্রমে অত্যন্ত সুনামের সঙ্গে ভালো ফলাফল অর্জন করে আসছে। তাঁর দায়িত্ব গ্রহণের পর তিনি বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নসহ পারিপার্শ্বিক বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছেন। এর আগে ও তিনি  উপজেলা পর্যায়ে চারবার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ও ২০১৮ সালে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। জানতে চাইলে প্রধান শিক্ষক আব্দুল হাই বুলু বলেন, প্রতিষ্ঠানের প্রধান হিসেবে সব সময় চেষ্টা করি নিজের সেরাটা দেওয়ার জন্য। আমাকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত করায় সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার এ অর্জন আমার সকল ছাত্র / শিক্ষকসহ মাদারগঞ্জবাসীর জন্য উৎসর্গ করলাম।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।