• মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০৬:৩৩ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র কাদের সেখ বরখাস্ত বিএসইসি চেয়ারম্যানকে সিটি ব্রোকারেজ লিমিটেডের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন দেওয়ানগঞ্জে সিডস কর্মসূচির অবহিতকরণ সভা জামালপুরে এইডস রোগী ২৮ জন কর্মশালায় প্রকাশ মনোনয়নপত্র জমা দিলেন বকশগঞ্জ উপজেলা চেয়ারম্যান প্রার্থী এমদাদুল হক এমদাদ বকশীগঞ্জে ২০০ বছরের পুরোনো জামাই মেলা ইসলামপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা নিতে আসা রোগীদের ভোগান্তি চরমে অনুপস্থিত থেকেও বেতন উত্তোলন শিক্ষার্থীদের কৃষি কাজে সম্পৃক্ত করতে এপির অভিনব উদ্যোগ জামালপুরে যমুনার বামতীর রক্ষার সমীক্ষা প্রকল্পের প্রতিবেদন নিয়ে কর্মশালা অনুষ্ঠিত স্মরণ সভা: ডা.আলাউদ্দিন সিরাজি

বকশীগঞ্জে জীবনের নিরাপত্তা ও বসতবাড়ি রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন

 

বকশীগঞ্জ (জামালপুর)প্রতিনিধি।।

জামালপুরের বকশীগঞ্জে জীবনের নিরাপত্তা ও বসতবাড়ি রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন কে.এম শামসুর রহমান নামে অবসরপ্রাপ্ত এক কর্মচারী (৬৮)। বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের সর্দারপাড়া নিজ বাড়িতে সংবাদ সম্মেলনের আয়োজন করেন তিনি। তিনি সমাজসেবা অফিসে ইউনিয়ন সমাজকর্মী হিসেবে কর্মরত ছিলেন।
সংবাদ সম্মেলনে কে.এম শামসুর রহমান অভিযোগ করে বলেন,বকশীগঞ্জ পৌর শহরের সর্দারপাড়া এলাকার আবদুল বারেকের ছেলে গাজীউর রহমানের কাছ থেকে প্রায় ৫ বছর পূর্বে ৬ শতক জমি কিনেন তিনি। জমি রেজিষ্ট্রির পর নিজের নামে জমির নামজারীও করেন। হঠাৎ গাজীউর রহমানের চাচাতো ভাই মতিউর রহমান ওই জমি তাদের দাবি করে চাদাঁ দাবি করেন। এই নিয়ে একাধিকবার গ্রাম্য শালিস বৈঠক হয়। পরে পৌর মেয়রের মধ্যস্থতায় আধা শতক জমি মতিউর রহমানকে ছেড়ে দিয়ে বিরোধ নিস্পত্তি করে দেন পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর। এরপর থেকেই বসতবাড়ি করে সেখানে বসবাস করে আসছেন শামসুর রহমান দম্পত্তি। অসুস্থ্যজনিত কারনে গত কয়েকদিন আগে জমিটি বিক্রির সাইনবোর্ড দেন শামসুর রহমান। এরপর থেকেই আবারো উক্ত জমি ও বসতভিটা দখলের পায়তারা শুরু করে মতিউর রহমান। একপর্যায়ে মতিউর রহমান শামসুর রহমানকে প্রাণ নাশের হুমকি দেয়। এর প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেন তিনি। সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন,মতিউর রহমানের ভয়ে স্বাভাবিক ভাবে চলাফেরাও করতে পারছেন না। জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন।
পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর বলেন,ওই জমি নিয়ে শালিস বৈঠক হয়েছে। শালিস বৈঠকে সমঝোতার স্বার্থে আধা শতক জমি মতিউর রহমানকে দিয়ে বিরোধ নিস্পত্তি করে দেওয়া হয়। এরপর থেকে যে যার মত ভোগ দখল করে আসছেন। এখন আবার কি সমস্যা হয়েছে তা জানা নেই।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।