• মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১১:০৩ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ১৫ টি ইউনিয়নে সার্বজনীন পেনশন স্কিমের বুথের উদ্বোধন দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র কাদের সেখ বরখাস্ত বিএসইসি চেয়ারম্যানকে সিটি ব্রোকারেজ লিমিটেডের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন দেওয়ানগঞ্জে সিডস কর্মসূচির অবহিতকরণ সভা জামালপুরে এইডস রোগী ২৮ জন কর্মশালায় প্রকাশ মনোনয়নপত্র জমা দিলেন বকশগঞ্জ উপজেলা চেয়ারম্যান প্রার্থী এমদাদুল হক এমদাদ বকশীগঞ্জে ২০০ বছরের পুরোনো জামাই মেলা ইসলামপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা নিতে আসা রোগীদের ভোগান্তি চরমে অনুপস্থিত থেকেও বেতন উত্তোলন শিক্ষার্থীদের কৃষি কাজে সম্পৃক্ত করতে এপির অভিনব উদ্যোগ জামালপুরে যমুনার বামতীর রক্ষার সমীক্ষা প্রকল্পের প্রতিবেদন নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে – জামালপুরে স্বরাষ্ট্রমন্ত্রী

এম.এফ.এ মাকামঃ
জামালপুরে স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল এমপি বলেছেন, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো আছে। দেশ এগিয়ে যাচ্ছে, আমরা উন্নয়নের মহা¯্রােতে আছি, আইনশৃঙ্খলা যদি ভালো না থাকত, এখানে যদি পুলিশ, নিরাপত্তাবাহিনী তাদের কাজটি না করত তাহলে কিন্তু আমরা থমকে যেতাম। প্রধামন্ত্রীর নির্দেশনায় পুলিশ, র‌্যাব, বিজিবি, আনাসারসহ সকল বাহিনির ঐকান্তিক প্রচেষ্টায় আমরা সুন্দর পরিস্থিতি উপহার দিতে পেরেছি। রবিবার দুপুরে জামালপুর রিক্রিয়েশন ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য মন্ত্রী এসব কথা বলেন।
শহরের পলাশগড়ে জামালপুর রিক্রিয়েশন ক্লাব চত্বরে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। জামালপুর রিক্রিয়েশন ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপি, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো: মোজাফফর হোসেন এমপি, দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার জহুরুল হক, ত্রাণ ও দুর্যোগ মন্ত্রনালয়ের সচিব কামরুল হাসান, শিল্প পুলিশের ডিআইজি মাহাবুবুর রহমান রিপন, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, গুলশান ক্লাবের সভাপতি মো: রফিকুল আলম হেলাল, পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি বাবু দেবদাস ভট্টাচার্য্য, জেলা প্রশাসক শ্রাবস্তী রায়, জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বাকী বিল্লাহ, পুলিশ সুপার মোহাম্মদ নাছির উদ্দিন আহমেদ, পৌর মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, জামালপুর রিক্রিয়েশন ক্লাবের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরীসহ অন্যান্যরা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।