• বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০১:০৯ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে স্থিতিশীল তামাক নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত জামালপুর পৌর প্রশাসকের উদ্যোগে আর্থিক অনুদান প্রদান জামালপুরে পল্লী উন্নয়ন একাডেমিতে ডিজিটাল প্লাটফর্মে আয় বাড়াতে ২ দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু বকশীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র নেতৃবৃন্দের মতবিনিময় সভা এসিস্ট্যান্ট এটর্নি জেনারেল হলেন এডভোকেট ফারুক হোসেন জামালপুরে গৃহবধূকে ধর্ষণের উদ্দেশ্যে অপহরণের দায়ে ৪ জনকে যাবজ্জীবন কারাদন্ড সরকারি আশেক মাহমুদ কলেজের নবাগত অধ্যক্ষকে রক্তের বন্ধনের শুভেচ্ছা জামালপুর সদরে সৌদি সরকারের প্রেরিত কোরবানির গোশত সঠিক ভাবে বিতরন সম্পন্ন জামালপুর মডেল আলিম মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও পাগড়ী প্রদান অনুষ্ঠান  জামালপুর এলডিপির ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত 

জামালপুরে ব্রহ্মপুত্র সাংস্কৃতিক সংস্থার ইফতার অনুষ্ঠিত

জামালপুর প্রতিনিধি
জামালপুরে ব্রহ্মপুত্র সাংস্কৃতিক সংস্থার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার শহরের বানিয়াবাজার বাইপাস রোডে স্টুডিও বাজনার কার্যালয়ে এই ইফতারের আয়োজন করা হয়।
ব্রহ্মপুত্র সাংস্কৃতিক সংস্থার সভাপতি জাকিউল ইসলাম খান টিপুর সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট ইউসুফ আলী। এছাড়াও জামালপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শুভ্র মেহেদী, রেড ক্রিসেন্টের সাবেক যুব প্রধান সাইফুল আলম খান লিপন, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব তানভীর আহমেদ হীরা, তানভীর আজাদ মামুন, খন্দকার রাজু আহমেদ ফুয়াদ, প্রধান শিক্ষক নজরুল ইসলাম, ফ্যাশন ডিজাইনার মাহবুবুর রহমান সোহাগ, ব্যবসায়ী সাইফুদ্দিন আহমেদ সবুজ, জেলা ছাত্রলীগের সভাপতি ও সংগীত শিল্পী খাবিরুল ইসলাম বাবু সহ জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, কণ্ঠশিল্পী, নৃত্যশিল্পী, যন্ত্রসংগীত শিল্পী, বিভিন্ন সাউন্ড সিস্টেমের মালিক ও কর্মচারীবৃন্দ ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন। ব্রহ্মপুত্র সাংস্কৃতিক সংস্থা বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের স্বনামধন্য ঐতিহ্যবাহী একটি সংগঠন। এই সংগঠনটি জেলার শিল্প ও সাংস্কৃতিক চর্চায় অগ্রণী ভূমিকা রেখে চলেছে, পাশাপাশি বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে থাকে ব্রহ্মপুত্র সাংস্কৃতিক সংস্থা। সংগঠনটির সদস্য ও কণ্ঠশিল্পী ফরিদা পারভিন, কণ্ঠশিল্পী টুটুল মাহমুদ, কণ্ঠশিল্পী সানাদুল ইসলাম, অক্টোপ্যাড বাদক আকতারুজ্জামান, বেইজ গিটারিস্ট তাম্মাম আহমেদ, লিড গিটারিস্ট ইয়াসিন আরাফাত, কণ্ঠশিল্পী আবৃতি আমিন ইভা, ইকরামুলের ব্যবস্থাপনা ও সহায়তায় ইফতার ও দোয়া মাহফিল পরিচালিত হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।