ফজলে এলাহী মাকাম ঃ
তরুণদের সম্পৃক্ত করি উন্নত নগর গড়ি এই প্রতিপাদকের সামনে রেখে জামালপুরে বিশ্ব বসতি দিবস পালিত হয়েছে।
আজ সকালে জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগ জামালপুরের আয়োজনে জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে আলোচনার সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক হাসিনা বেগম। তুমি অন্য নদীর মাঝে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম,স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মৌসুমি খনন, এলজিইডির কর্মকর্তা দীপক কুমার, জেলা প্রেসক্লাব সভাপতি এডঃ ইউসুফ আলী ,সাংবাদিক ফজলে এলাহী মাকাম ,জাহঙ্গির সেলিম,সহ আরো অনেকে।
এ সময় বক্তারা আধুনিক ও পরিকল্পিত নগরায়ন করতে পরিবেশবান্ধব বসতি স্থাপনে বাড়ির প্লান মেনে সঠিক নিয়ম মেনে বসতি স্থাপনের মাধ্যমে আধুনিক নতুন বাংলাদেশ গঠনে কাজ করার আহ্বান জানান।