• শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরের লাউচাপড়া অবসর ও বিনোদন কেন্দ্রটির উন্নয়নকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত  জামালপুর পল্লী উন্নয়ন একাডেমিতে মাধ্যমিক ছাত্রীদের কৈশোরকালীন স্বাস্থ্য সেবা ও নিরাপত্তা বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত জামালপুরে মিথ্যা তথ্য দিয়ে গণ মাধ্যমে সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন জামালপুরে ভ্রাম্যমান আদালতে ৫ ইট ভাটাকে ৫ লক্ষ টাকা জরিমান  জামালপুরে দোস্ত এইডের বার্ষিক স্বেচ্ছাসেবক সম্মেলন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া ৬ আসনে স্বতন্ত্র প্রার্থীর প্রস্তাবকারীকে মারধর মনোনয়নপত্র জমাদানে বাঁধার অভিযোগ//থানায় জিডি জামালপুরে ১৫০ জন এতিম শিক্ষার্থী পেল দোস্ত এইডের শিক্ষাবৃত্তি জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) ৩৮ লাখ টাকার ভারতীয় কম্বল ও থান কাপড় জব্দ জামালপুরে মিথ্যা মামলা প্রত্যাহার ও প্রাণ নাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন জামালপুরে পল্লী উন্নয়ন একাডেমিতে নারীর নিরাপত্তা ও অধিকার আইন সমাজ ও করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ভারত ও বিজেপির রাজনীতি বাংলাদেশকে বিপদে ফেলার মত অবস্থায় নেই                               জামালপুরে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ

ফজলে এলাহী মাকামঃ

জামালপুরে আমার বাংলাদেশ-এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ভারত ও বিজেপির রাজনীতি বাংলাদেশকে বিপদে ফেলার মত অবস্থায় নেই। ভারতের আওয়ামী লীগ ও শেখ পরিবারকে তোষণ করার যে নীতি তা ভুল প্রমাণিত হয়েছে। ভারতের সাথে আমাদের স্থায়ী শত্রুতার কোন জায়গা নেই। আলোচনার টেবিলে সমাধান করা যাবে না এমন কোন সমস্যা নেই। বাংলাদেশ ও ভারতের দুই দিকের নদীকে বাঁচানো যাবে এমন পানি গঙ্গাতে আছে, কিন্তু দরকার হচ্ছে আন্তরিকতার সাথে ব্যবস্থাপনা করা। তবে ভারতকে আওয়ামী লীগের ট্রমা থেকে বেরিয়ে আসতে হবে। বাংলাদেশের সাথে, মানুষের সাথে ভারতের সম্পর্ক গড়তে হবে। আজ দুপুরে শহরের ফৌজদারী মোড়ে জামালপুর জেলা এবি পার্টি আয়োজিত সমাবেশ পূর্ব এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বিএনপির ক্ষমতায় আসার সম্ভাবনা খুবই বেশী, কিন্তু বিএনপির সমালোচনা করা, বিএনপির বাইরেও বড় রাজনৈতিক কাঠামো থাকা দরকার। যারা দেশের মানুষের জন্য, দেশের জন্য সরকারের সমালোচনা করবে। এই গণতন্ত্র না থাকলে বাংলাদেশে সংসদ কার্যকর থাকবে না, রাষ্ট্র থাকবে না।

শনিবার শহরের ফৌজদারী মোড়স্থ দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এবি পার্টির সাংগঠনিক সম্পাদক ও জেলা এবি পার্টির আহবায়ক অ্যাডভোকেট ছানোয়ার হোসেন, এবি যুব পার্টির সদস্য সচিব হাদিউজ্জামান খোকন, এবি পার্টির সহকারী প্রচার সম্পাদক রিপন মাহমুদ, জামালপুর পৌর এবি পার্টির আহবায়ক নজরুল ইসলাম, সদস্য সচিব মাহমুদুল হাসান বুলবুলসহ বিভিন্ন ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।