মেলান্দহ সংবাদদাতাঃ
রাজধানী ঢাকার ধানমন্ডির কলাবাগান থানা আওয়ামী লীগের সহসভাপতি নজরুল ইসলাম সাধুকে জামালপুরের মেলান্দহ থেকে গ্রেপ্তার করেছে মেলান্দহ থানা পুলিশ। গতকাল ভোর ৪টার দিকে মেলান্দহ উপজেলার সাধুপুর গ্রামস্থ পৈত্রিক নিবাস থেকে তাকে গ্রেপ্তার শেষে জামালপুর কোর্টে সোপর্দ করা হয়।
তিনি বাংলাদেশ বেতারের দেশ আমার মাটি আমার সোনালী ফসল অনুষ্ঠানের পরিচালক (অব) পদে ছিলেন। এছাড়ায় সে সামাজিক কর্মকান্ড ও সদালাপী হিসেবে এলাকায় সুপরিচিত ছিলেন বলেও জানা যায়।
অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান- তাকে একটি রাজনৈতিক মামলায় সন্দেহভাজন আসামী হিসেবে গ্রেপ্তার দেখিয়ে কোর্টে চালান দেয়া হয়েছে । পরে বিজ্ঞ আদালত তার জামিন না মঙ্জুর করে জেল হাজতে প্রেরন করেছে।#