• বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ০৭:১৪ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুর সরকারি বালিকা ‍উচ্চ বিদ্যালয় পাঠ্য বই ও  সিলেবাসের মধ্যে থেকেই হয়েছে পরীক্ষার প্রশ্ন– প্রধান শিক্ষক জামালপুর-২ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী শরিফুল ইসলাম খান ফরহাদের কর্মী-সমর্থকদের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত জামালপুর পৌরসভার কার্যক্রমকে গতিশীল করতে পৌর প্রশাসক মৌসুমী খানমের উদ্যেগে আলোচনা সভা অনুষ্ঠিত জামালপুরে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহের উদ্ভোধন রাজশাহীতে খুন বিচারক পুত্রের দাফন সরিষাবাড়ীর নিজ বাড়িতে সম্পন্ন সানন্দবাড়ীতে মাল্টি -স্টেকহোল্ডারস প্লাটফর্ম এমএমপি গঠন ও পরিকল্পনা প্রণায়ন সভা  জামালপুরে স্থিতিশীল তামাক নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত জামালপুর পৌর প্রশাসকের উদ্যোগে আর্থিক অনুদান প্রদান জামালপুরে পল্লী উন্নয়ন একাডেমিতে ডিজিটাল প্লাটফর্মে আয় বাড়াতে ২ দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু বকশীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র নেতৃবৃন্দের মতবিনিময় সভা

জামালপুরে সুজনের কমিটি গঠন: অজয় কুমার সভাপতি, সাজ্জাদ হুসেন সম্পাদক

আসমাউল আসিফ, জামালপুর প্রতিনিধি
জামালপুরে সুশাসনের জন্য নাগরিক-সুজনের দুই বছর মেয়াদী জেলা কমিটি গঠিত হয়েছে। অজয় কুমার পালকে সভাপতি ও মোহাম্মদ সাজ্জাদ হুসেনকে সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। সোমবার (২০ অক্টোবর) বিকেলে জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালকের সভাকক্ষে কমিটি পুনর্গঠন ও পরিকল্পনা সভার আয়োজন করে সুজন জেলা কমিটি।
সুজন জামালপুর জেলা কমিটির সহ সভাপতি শামীমা খানের সভাপতিত্বে আলোচনা সভায় সুজন ময়মনসিংহের আঞ্চলিক সমন্বয়ক জয়ন্ত কর, কন্যা শিশু এডভোকেসী ফোরাম ময়মনসিংহ জেলার সাধারণ সম্পাদক কাব্য সুমী সরকার, সুজন জামালপুরের সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ হুসেন, সুইড জামালপুরের সাধারণ সম্পাদক অজয় কুমার পাল, জামালপুর জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট ইউসুফ আলী, উন্নয়ন কর্মী ফাতেমা নার্গিস, সমাজকর্মী মোহাম্মদ রাসেল মিয়া, সাংবাদিক আসমাউল আসিফসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, সুজন প্রকৃত নাগরিকদের নিয়ে গঠিত দেশীয় অর্থায়নে পরিচালিত সংগঠন। সুজনের আন্দোলনের ফলে দেশের অনেক রাজনৈতিক ও নির্বাচন ব্যবস্থার সংস্কার সাধিত হয়েছে। সুজনের বেশকিছু দাবী আইনে পরিণত হয়েছে। রাজনৈতিক দল, সরকার, প্রশাসন, স্থানীয় সরকারসহ বিভিন্ন স্তরে সুশাসন প্রতিষ্ঠার জন্য সুজন নিবিড়ভাবে কাজ করছে। সুনাগরিকদের নিয়ে সুজন দেশব্যাপী একটি বড় নাগরিক সংগঠন হিসেবে নাগরিক অধিকার ও সুশাসন প্রতিষ্ঠায় কাজ করছে।
পরে সভায় উপস্থিত সকলের সম্মতিতে সুজন জামালপুর জেলা কমিটি গঠন করা হয়। সভাপতি পদে অজয় কুমার পাল ও সম্পাদক পদে মোহাম্মদ সাজ্জাদ হুসেনকে নির্বাচিত করা হয়। কমিটির অন্যান্যরা হলেন- সহ সভাপতি যথাক্রমে শামীমা খান, অ্যাডভোকেট ইউসুফ আলী, মশিউর আলম বাবলু, সহ সম্পাদক যথাক্রমে মোহাম্মদ রাসেল মিয়া, ইমরান আলম রোজ, সাংগঠনিক সম্পাদক আসমাউল আসিফ, কোষাধ্যক্ষ ফাতেমা নার্গিস, প্রচার সম্পাদক মাহবুব রহমান, দপ্তর সম্পাদক সাজেদা পারভীন ঝিনুক, নির্বাহী সদস্য যথাক্রমে- বিবেকানন্দ কর্মকার, দেওয়ান আব্দুল মালেক, জাবেদ আলী, সোহানুর রহমান, সাইফুল ইসলাম বিপ্লব, রেনু খানম, পারভেজ সরকার, মৌসুমি কিবরিয়া।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।