বকশীগঞ্জ(জামালপুর) প্রতিনিধি :
জামালপুরের বকশীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বকশীগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দরা। বৃহস্পতিবার সন্ধ্যায় পুরাতন বাস টার্মিনালে বকশীগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল লতিফ লায়নের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুদ উল হাসানের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি’র) বকশীগঞ্জ উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী ও জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে সম্ভাব্য এমপি প্রার্থী অধ্যাপক মোছাদ্দেকুর রহমান মানিক। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি’র) বকশীগঞ্জ উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী অধ্যাপক মোছাদ্দেকুর রহমান মানিক বলেন, যেহেতু আমরা নতুন বাংলাদেশ চাচ্ছি বৈষম্যহীন, মানবিক, গণতান্ত্রিক, ন্যায় বিচার ও ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র গঠনের লক্ষ্যে আগামী ফেব্রুয়ারি মাসে যে ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে সে নির্বাচন আমরা আগ্রহ প্রকাশ করছি এবং আমরা আশা করছি এই নির্বাচন দেশ জাতীর জন্য কল্যানকর হবে। এই দেশে ফ্যাসীবাদ যাতে আবারও কায়েম না হতে পারে তার জন্য সব রাজনীতির দল এক জায়গায় রয়েছে। আমাদের উদ্দেশ্য হচ্ছে একটাই, এই দেশে আর যেন স্বৈরাতন্ত্র ফিরে না আসে, আর এটাই হচ্ছে আমাদের জুলাইয়ের চেতনা। তিনি আরও বলেন দেশকে স্বৈরাচার মুক্ত ফ্যাসীবাদ মুক্ত করার জন্য ২৪ শে জুলাই আন্দোলনে প্রায় দুই হাজার আন্দোলনকারী শহীদ হয়েছেন এবং তেত্রিশ হাজার আন্দোলনকারী আহত হয়েছে। যাদের আত্মত্যাগের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি সেই বাংলাদেশকে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, বৈষম্যমুক্ত একটি উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কাজ করে যাবে। এ সময় তিনি সাংবাদিকদের নিকট বকশীগঞ্জের বিভিন্ন সমস্যা এবং সমাধানের উপায় বিষয়ে আলোচনাও করেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টি বকশীগঞ্জ উপজেলা শাখার যুগ্ন সমন্বয়কারী ইমদাদুল হক মিলন, তৌহিদুজ্জামান তৌহিদ, রাশেদুজ্জামান রাজু, এনসিপি পৌর শাখার যুগ্ম সমন্বয়কারী এডি মোস্তাক আহাম্মেদ, জাতীয় যুবশক্তি জামালপুর জেলা শাখার যুগ্ন আহবায়ক জাকির হোসেন শিপন, জাতীয় যুবশক্তি জামালপুর জেলা শাখার যুগ্ন সদস্য সচিব সুলতানুস সালেহীন, জাতীয় শ্রমশক্তি জামালপুর জেলা শাখার সাংগঠনিক বুলবুল আহাম্মদ, জাতীয় যুবশক্তি জামালপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান, জাতীয় ছাত্রশক্তি বকশীগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক রিয়াদ রৌশন। সাংবাদিকদের মধ্যে বকশীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ইত্তেফাকের সাংবাদিক এম শাহীন আল আমীন, প্রবীণ সাংবাদিক জনকণ্ঠের প্রতিনিধি সরকার আব্দুর রাজ্জাক, বকশীগঞ্জ প্রেসক্লাবের কার্যকরী সদস্য দৈনিক যুগান্তরের সাংবাদিক সরওয়ার জামান রতন, সহ-সভাপতি দৈনিক ভোরের দর্পণের সাংবাদিক মতিন রহমান, যুগ্ম সম্পাদক দৈনিক দেশের কন্ঠের সাংবাদিক এম এ ছালাম মাহমুদ, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক মানবকন্ঠের সাংবাদিক মোয়াজ্জম হোসেন হিলারী, দপ্তর সম্পাদক লিয়াকত হোসেন বাবুল, প্রচার সম্পাদক রতন ইনতিসার, কোষাধ্যক্ষ উৎপল মোহন্ত, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোরাদুজ্জামান মোরাদ, সংস্কৃতিক বিষয়ক সম্পাদক জামিউল হক জামিল, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আলমাস আলী, সদস্য আমিনুল ইসলামসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক গন উপস্থিত ছিলেন।