জামালপুরের শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৪ ডিসেম্বর রবিবার সকালে জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ ইউসুপ আলী। এসময় অন্য নদীর মাঝে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু আব্দুল্লাহ বাবু, সিভিল সার্জন ডাক্তার আজিজুল হক, অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার ইউনুস,জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন,বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা হিরু, দৈনিক আজকের জামালপুরের সম্পাদক এমএ জলিল, জামালপুর জেলা প্রেসক্লাব সভাপতি ফজলে এলাহী মাকাম সহ আরো অনেক।
এ সময় বক্তারা ১৯৭১ সালের পাক সেনারা বাংলাদেশকে নেতৃত্বশুন্য করতে ডাক্তার, শিক্ষাবিদ, সাংবাদিক সহ বুদ্ধিজীবীদের হত্যার মধ্য দিয়ে বাঙালি জাতির মেধাশূন্য করতে কালো অধ্যায়ের সৃষ্টি করেছিল। এর ফলে মুক্তিকামি বাঙালি স্বাধীনতার লাল সূর্য ছিনিয়ে আনতে মুক্তিযোদ্ধারা নিজের জীবন বাজি রেখে একটি স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ গঠনে কাজ করেছে।