ফজলে এলাহী মাকামঃ
জামালপুরে মেসার্স মিজান ট্রেডার্স ও মেসার্স মিয়াদ ট্রেডিং এর শুভ হালখাতা উপলক্ষে আলোচনা সভা ও পুরুস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ররিবার ১৯ জানুয়ারী শহরের বেলটিয়ার এলাকায় মেসার্স মিজান ট্রেডার্স ও মেসার্স মিয়াদ ট্রেডিং এর মাঠ প্রঙ্গনে শুভ হালখাতা উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন মেসার্স মিজান ট্রেডার্স এর স্বত্যাধিকারী মোঃ মিজানুর রহমান,রূপালী ব্যাংক জামালপুরের ডিজিএম মনির উদ্দিন ভূইয়া,অগ্রনী ব্যাংকের এজিএম নূরে আলম সিদ্দিকী সহ সেভেন রিং সিমেন্ট,ঢালাই স্পেসাল সিমেন্ট,আমান সিমেন্ট ও টাইগার সিমেন্ট এর কর্মকর্তা সহ আরো অনেকে।
এ সময় বক্তারা দেশের নির্মান শিল্পে গুনগত মান ধরে রেখে শক্ত ও মজবুদ অবকাঠামো নির্মান করে দেশের অর্থনীতির চাকাকে সমৃদ্ধ করতে সিমেন্টের ডিলার থেকে খুচরা বিক্রেতা পর্যন্ত কাজ করে আগামীর সমৃদ্ধ নতুন বাংলাদেশ গঠনে কাজ করার আহ্বান জানান।
পরে বিভিন্ন পরফমেন্স বিবেচনায় ও র্যাফেল ড্র এর মাধ্যমে মেসার্স মিজান ট্রেডার্স ও মেসার্স মিয়াদ ট্রেডিং এর খুচরা বিক্রেতাদের মাঝে পুরুস্কার বিতরন করা হয়।