• রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০৪:৪০ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
বকশীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র নেতৃবৃন্দের মতবিনিময় সভা এসিস্ট্যান্ট এটর্নি জেনারেল হলেন এডভোকেট ফারুক হোসেন জামালপুরে গৃহবধূকে ধর্ষণের উদ্দেশ্যে অপহরণের দায়ে ৪ জনকে যাবজ্জীবন কারাদন্ড সরকারি আশেক মাহমুদ কলেজের নবাগত অধ্যক্ষকে রক্তের বন্ধনের শুভেচ্ছা জামালপুর সদরে সৌদি সরকারের প্রেরিত কোরবানির গোশত সঠিক ভাবে বিতরন সম্পন্ন জামালপুর মডেল আলিম মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও পাগড়ী প্রদান অনুষ্ঠান  জামালপুর এলডিপির ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত  জামালপুর সদরের ওসি নাজমুস সাকিবের নেতৃত্বে ২২ হাজার পিচ ইয়াবা সহ আটক ২ জামালপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত  জামালপুরের সরিষাবাড়িতে ৫০০ হতদরিদ্র পরিবারে দোস্ত এইডের ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ

কুড়িগ্রামের রাজীবপুরে সরকারী কর্মকর্তা কর্মচারীদের নিয়ে শঙ্কায় স্থানীয়রা 

 

 

সহিজল ইসলাম,কুড়িগ্রাম,প্রতিনিধি

 

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে দেশে গত ২৬ মার্চ থেকে সাধারণ ছুটি শুরু হয়েছে।চলতি মাসের ২৫ এপ্রিল পর্যন্ত এই ছুটি চলবে। সরকারী নির্দেশনায় এই ছুটির মধ্যে সরকারি চাকুরীজীবি কর্মকর্তা কর্মচারীদের নিজ কর্মস্থলেই উপস্থিত থাকতে বলা হয়েছিল। তবে রাজীবপুর উপজেলায় বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের অনেকেই এই সময়ে কর্মস্থলে উপস্থিত ছিল না।ছুটিতে বাড়ি গিয়ে আবার ফিরে আসায় তাদের দ্বারা করোনা ভাইরাস সংক্রমণের শঙ্কায় রয়েছে স্থানীয়রা।

 

 

এসব কর্মকর্তাদের বেশির ভাগের বাড়ি ঢাকা, গাইবান্ধা,জামালপুর ও শেরপুর জেলায়।এসব এলাকায় সম্প্রতি করোনা ভাইরাসের বিস্তার ঘটেছে।ঝুঁকি পূর্ণ এসব এলাকা থেকে এসেই কোয়ারেন্টাইন না মেনে কাজে যোগদান করায় স্থানীয় সচেতন অধিবাসীরা বিষয়টিকে ঝুঁকি পূর্ণ ভাবছে।

 

 

সম্প্রতি প্রাণঘাতী করোনাভাইরাসের বিস্তার রোধে সরকারি কর্মকর্তা কর্মচারীদের  সার্বক্ষণিক কর্মস্থলে থাকার কড়া নির্দেশ দিয়েছে মন্ত্রী পরিষদ বিভাগ। এতে বলা হয় যে সমস্ত কর্মকর্তা কর্মচারীরা কর্মস্থলে অনুপস্থিত থাকবে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট দপ্তর থেকে শাস্তি মূলক ব্যাবস্থা গ্রহণ করা হবে।

 

নতুন কঠোর নির্দেশনা ঘোষণার ফলে রাজীবপুর উপজেলায় নিজ কর্মস্থলে আসেন, বিআরডিবি কর্মকর্তা,উপজেলা নির্বাচন কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, সমবায় কর্মকর্তা, সেটেলমেন্ট কর্মকর্তা,কৃষি কর্মকর্তা সহ মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মচারী সহ আরও অনেকেই ।

 

 

বাহিরের জেলা থেকে হঠাৎ কর্মস্থলে এসে এসব কর্মকর্তা এবং কর্মচারীরা দাপ্তরিক কাজকর্ম সহ হাটবাজারে অবাধে চলাফেরা করছেন এতে স্থানীয় জনসাধারণ বিব্রত বোধ করছেন।তাদের দাবি সরকারী বিভিন্ন দপ্তরের এসব কর্মকর্তার হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা হোক।

 

 

এবিষয়ে রাজীবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃমেহেদী হাসান বলেন,যে অফিসাররা কর্মস্থলে ছিল না তাদের সতর্ক করা হয়েছে।পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকলকে কর্মস্থলে থাকতে হবে এবং সরকারী নির্দেশনা মেনে চলে জনসাধারণের পাশে থাকতে হবে।

 

রাজীবপুর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড.দেলোয়ার হোসেন বলেন,যে সমস্ত অফিসার আক্রান্ত এলাকা থেকে এসেছেন তাদের নিজের ও সকলের নিরাপত্তার স্বার্থে ১৪দিন কোয়ারেন্টাইনে থাকা উচিত।

 

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।