• বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে বেগম খালেদা জিয়ার রুহের  মাগফিরাত কামনায় ফাতিহা পাঠ ও  দোয়া মাহফিল অনুষ্ঠিত  জামালপুরে গণভোটের প্রচার ও ভোটদানে উদ্বুদ্ধকরণে জেলা পর্যায়ে ইমাম সম্মেলন অনূর্ধ্ব ১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে শেরপুর জেলাকে হারিয়ে জামালপুর চ্যাম্পিয়ন  বাঘ প্রতীকে রিট থাকায় জামালপুর-২ (ইসলামপুর) সংসদীয় আসনে প্রতীক মেলেনি স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী অর্ণব ওয়ারেস খানের জামালপুরে এমপি প্রার্থীদের নির্বাচনী প্রচারণা শুরু বকশীগঞ্জে বিস্ফোরক মামলার চার্জশিট থেকে আওয়ামী লীগের তিন নেতা বাদ: ক্ষুব্ধ স্থানীয়রা জামালপুরে এক শিশুকে হত্যার অভিযোগে রুবেল (২২) নামে এক যুবককে ১০ বছরের আটকাদেশ দিয়েছে আদালত জামালপুরে ৫টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী ৩১ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন জামালপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে স্পেশাল অলিম্পিকস্ এশিয়া প্যাসিফিক রিজিওনাল বিজয়ীদের সংবর্ধনা জামালপুরে ভোটের গাড়ির প্রচারণা

মেলান্দহে করোনা আতংকে সংঘর্ষ

 

মো. শাহ্ জামাল, ॥

জামালপুরের মেলান্দহে করোনা আতংকে ঢাকা ফেরত এক গার্মেন্টস কর্মী এলাকায় প্রবেশকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে উভয় পক্ষের ৪জন আহত হয়েছে। এ ঘটনায় মহিলা আ’লীগ নেত্রীর বাড়িতে আগুন দেয়ার ঘটনাও ঘটেছে।

জানা গেছে, ২০ এপ্রিল কুলিয়া ইউনিয়নের চিনিতোলা গ্রামের আ: রাজ্জাকের ছেলে গার্মেন্টস কর্মী হযরত আলী (২২) এক সপ্তাহ আগে ঢাকা থেকে বাড়িতে আসেন। এলাকাবাসি জানিয়েছেন, হযরত আলীকে বাইরে না যেতে বারণ করা হয়। এ নিয়ে হযরত আলীর আত্মীয় স্বজনদের সাথে প্রতিবেশিদের মধ্যে ঝগড়া হয়।

টানটান উত্তেজনার মধ্যে ২০ এপ্রিল সকাল ৯টার দিকে স্থানীয় জুয়েল মেম্বারের মধ্যস্থতায় গ্রাম্যসালিশ বসে। সালিশ চলাকালে খলিল গংদের সাথে রাজ্জাক গংদের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ হয়। সংঘর্ষে মোতালেব (৪০), জোসনা বেগম (৩০), খলিলুর রহমান (৪০) ও মিনা বেগম (৩০) আহত হয়। আহতদের মেলান্দহ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

জুয়েল মেম্বার জানান বেসামাল পরিস্থিতিতে মেলান্দহ ওসিকে ফোন করি। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনার দিনগত রাতেই মহিলা আ’লীগের সভাপতি জোসনার ঘরে অগ্নিসংযোগ করে। জোসনা বেগম জানিয়েছেন, রাত ৩টার দিকে কে বা কারা ঘরে আগুন দেয়। পরে লোকজন আগুন নিয়ন্ত্রনে আনেন।

ইউপি চেয়ারম্যান আ: সালাম জানিয়েছেন সংঘর্ষের কথা জানি না। তবে অগ্নি সংযোগের কথা জেনেছি। অফিসার ইনচার্জ রেজাউল করিম খান জানান-সংঘর্ষের খবর পেয়ে দ্রুত পুলিশ পাঠিয়েছি। এখনো কোন পক্ষ অভিযোগ দেয়নি।#

 

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।