ফজলে এলাহী মাকামঃ
জামালপুর এ স্পেশাল অলিম্পিকস্ এশিয়া প্যাসিফিক রিজিওনাল ব্যাডমিন্টন প্রতিযোগিতা ও সাউথ ইস্ট এশিয়া ৭-এ সাইড ফুটবল প্রতিযোগিতায় জামালপুর সাব-চ্যাপ্টারের পুরস্কার বিজয়ীদের জন্য একটি সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ২০ জানুয়ারী দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা কালেকক্টরেট সম্মেলন কক্ষে আয়োজিত স্পেশাল অলিম্পিকস্ এশিয়া প্যাসিফিক রিজিওনাল ব্যাডমিন্টন প্রতিযোগিতা ও সাউথ ইস্ট এশিয়া ৭-এ সাইড ফুটবল প্রতিযোগিতায় জামালপুর সাব-চ্যাপ্টারের পুরস্কার বিজয়ীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তাব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী । এ সময় অন্যানদের মাঝে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার ইউনুস,অতিরিক্ত জেলা প্রসাসক শিক্ষা ও আইসিটি আফসানা তাসলিম সহ আরো অনেকে।
এ সময় বক্তারা প্রতিবন্দী শিশুদের সমাজের বোঝা মনে না করে তাদের উন্নত প্রশিক্ষন দিয়ে দেশের জন্য তৈরি করতে পারলে সকল বাধা পেরিয়ে আগামীর সমৃদ্ধ নতুন বাংলাদেশ গঠনে কার্যকর ভূমিকা রাখতে পারবে বলে আলোকপাত করা হয়।
পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।