• বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৮ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
সানন্দবাড়ীতে জিঞ্জিরাম জোনের ৫২ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত  জামালপুরে জলাবদ্ধতা নিরসন সড়ক সংস্কার মাদক জুয়া নির্মূলে জামালপুরে ওয়ার্ডভিত্তিক সভা জামালপুর জেলা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির নির্বাচনে সভাপতি পদে মনোনয়ন কিনলেন অধ্যাপক হারুন সরকারী আশেক মাহমুদ কলেজ পুকুরে গোসলে নেমে শিক্ষার্থীর মৃত্যু জামালপুরের সরিষাবাড়িতে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির’সহায়তায় ৮০ টি পরিবার পেল বিনামূল্যে টিউবওয়েল ও টিউবওয়েল স্থাপন সামগ্রী জামালপুরে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির নির্বাচন-সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করলেন আশরাফুল ইসলাম বুলবুল ইসলামপুরে হামলা জমি দখল ও হয়রানী মূলক মামলা প্রতিবাদে সংবাদ সম্মেলন দেওয়ানগঞ্জে মাদক বিরোধী সচেতনতা মূলক সমাবেশ অনুষ্ঠিত  জামালপুরে সদর আসনে মাসুদ হোসাইনকে এলডিপির প্রার্থী ঘোষণা বিনামূ্ল্যে অটোরিকশায় নতুন স্বপ্ন: দোস্ত এইডে স্বাবলম্বী জামালপুরে ২০ পরিবার

বকশীগঞ্জ শহরে জনসমাগম বেড়েছে,স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা!

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে করোনা ভাইরাস নিয়ে আতঙ্ক দেখা দিয়েছে। বকশীগঞ্জ উপজেলার বিভিন্ন হাট-বাজার গুলোতে সামাজিক দূরত্ব বজায় না থাকায় স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে মানুষ। এছাড়াও পৌর শহররে আগের তুলনায় জনসমাগম বেড়ে যাওয়ায় মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
জানা গেছে, করোনা ভাইরাসের কারণে গত ৭ এপ্রিল থেকে জামালপুর জেলা লকডাউন চলছে।
করোনা ভাইরাসের কারণে প্রথম দিকে প্রশাসনের কড়াকড়ির কারণে শহর ও বাজার গুলো জনশূন্য থাকলেও গত এক সপ্তাহ ধরে বাজার গুলোতে মানুষের সমাগম বেড়ে গেছে। লকডাউন ভেঙে জীবিকার তাগিদে মানুষ ঘর থেকে রাস্তা ও মাঠে ঘাটে বের হতে শুরু করেছে। বকশীগঞ্জ শহরের পুরাতন গরুহাটিতে রোববার ও বৃহস্পতিবার হলে তিল ধারণের ঠাই থাকে না।
এ ছাড়াও বকশীগঞ্জের সববৃহত নঈম মিয়ার বাজারে সামাজিক দূরত্বেও কোন বালাই নেই। বিশেষ করে যারা ঢাকা, নারায়ণগঞ্জ থেকে গ্রামে ফিরেছেন তারাও হাট-বাজার গুলোতে বিচরণ করছেন।
বকশীগঞ্জ থেকে জেলা শহরের যোগাযোগ বৃদ্ধিতে বাস সার্ভিস ছাড়া সব ধরণের যান চলাচল অব্যাহত আছে। খোলা বাজারে বেচাকেনা চলছেই।
বকশীগঞ্জ শহর ছাড়াও কামালপুর বাজার, বাট্টাজোড় নতুন বাজার, সারমারা বাজার, নিলক্ষিয়া বাজার, জব্বারগঞ্জ বাজার বিনোদরচর বাজার সহ কয়েকটি বাজারে জনসমাগম ও মানুষের উপস্থিতি বেড়ে গেছে।
এতে করে স্বাস্থ্য সচেতন মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে প্রতিদিন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইন না মানার কারণে জরিমানা করা হলেও মানুষের সমাগম ঠেকানো যাচ্ছে না। তবে স্থানীয় প্রশাসন মানুষকে নিরাপদে রাখতে সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছেন।
স্থানীয়রা বলছেন প্রশাসন কঠোর না হলে সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব হবে না। আর তা সম্ভব না হলে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকানো কঠিন হয়ে পড়বে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।