• শনিবার, ১৮ মে ২০২৪, ০৫:০৫ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে আউশ ধান আবাদ ও উৎপাদন বৃদ্ধিতে করণীয় শীর্ষক অবহিতকরণ কর্মশালা বকশীগঞ্জে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস পালিত জামালপুরে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি’হুইল চেয়ার ৫০ জন প্রতিবন্ধী দেওয়ানগঞ্জে ভোটের মাঠে এগিয়ে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মুন্নী আক্তার জামালপুরে এসএসসিতে জিপিএ ৫ পেল ফতেমা তাবাচ্ছুম নিষ্ঠা জামালপুরে টানা ৩ বার রোবার স্কাউট কমিশনার নির্বাচিত হলেন অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান মুক্তা সরিষাবাড়ীতে গুলি পিস্তল ম্যাগাজিন উদ্ধার, আসামী রুকন পলাতক বকশীগঞ্জ উপজেলা নির্বাচন নিয়ে সংবাদ সম্মেলন করলেন এমপি কন্যা মাদারগঞ্জে কয়লাবাহী ট্রাক উল্টে চালক নিহত বকশীগ‌ঞ্জে শিক্ষার্থী‌দের সা‌থে ও‌সির মত‌বি‌নিময় সভা

জামালপুরে ওয়ার্ড কাউন্সিলের বাসায় হামলার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

 

সজীব খান :
করোনা পরিস্থিতির মাঝেই জামালপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও একজন ঠিকাদারের মধ্যে সংঘর্ষ হয়েছে। গতকাল রবিবার এ উপলক্ষে বেলা সাড়ে ১১টায় ওয়ার্ড কাউন্সিলর মো. হেলাল উদ্দিনের বাসভবনে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।
সাংবাদিক সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, গত ২ মে বিকেলে শাহপুর এলাকার ফজলের ছেলে মোয়াজ্জেম হোসেনের নেতৃত্বে কতিপয় হাসেম, রাজন, তারেক, রানা, গেন্দাসহ বেশ কয়েকজন মিলে আমার বাসভবনে সন্ত্রাসী হামলা চালায় এবং এলোপাথারীভাবে ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় আমিসহ আমার সাথে জাহিদুল ইসলাম রাজু, আলাল উদ্দিন, দেলু, হাবিব, হিরাসহ নিচে নেমে আসলে তারা আমাদের উপর অতর্কিতভাবে দেশীয় অস্ত্র দিয়ে মারপিট করে গুরুত্বর আহত করে। আহতরা হলেন- ওয়ার্ড কাউন্সিলর হেলাল উদ্দিনের বৃদ্ধা মা শোভা বেগম ও বাবা হাবিবুর রহমান, ছোট ভাই জালাল উদ্দিন ও মো. আলাল উদ্দিন, স্বেচ্ছাসেবক লীগ নেতা জাহিদুল ইসলাম রাজু, আবু হামজা হীরা, পারভীন আক্তার, মনি বেগম ও শিউলী আক্তার।
তিনি আরও অভিযোগ করে বলেন, বিএনপি থেকে আওয়ামী লীগে অনুপ্রবেশকারী মোয়াজ্জেম হোসেনের নেতৃত্বে হাসেম, সাইদুর, আমিনুলসহ এলাকায় একটি মাদক সিন্ডিকেট সক্রিয় রয়েছেন। ইতিপূর্বে আমি এর প্রতিবাদ করলে তারা আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে। সাংবাদিকের এক প্রশ্নের জবাবে ওয়ার্ড কাউন্সিলর আরও জানান, রাজনৈতিক ও সামাজিক হেয় প্রতিপন্ন করার জন্য আমার পরিবারসহ আমার উপর এ হামলা চালায়। সাংবাদিকের উপর হামলা ও ক্যামেরা ভাংচুর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, রাতের আধারে কে বা কারা সাংবাদিক বন্ধুকে আহত করেছে তা আমার জানা নেই। তবে প্রতিপক্ষরা এর সাথে জড়িত থাকতে পারে বলে তিনি জানান। তিনি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের বিচারের দাবিও জানিয়েছেন। মারপিটের ঘটনায় মামলা থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।