এম,এফ,এ মাকাম ঃ
পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন,জামালপুরে যমুনা নদীর তীর সংরক্ষনে ৯২ কিলোমিটার বাধের মাঝে ২০ কিলোমিটার সম্পন্ন করা হয়েছে সেই সাথে আরো ৬ কিলোমিটার বাধের কাজ চলমান রয়েছে। এছাড়াও বাকি অংশ সমিক্ষা শেষে নদী ভাঙ্গন প্রতিরোধে ব্যবস্থা গ্রহন করা হবে।প্রতিমন্ত্রী আরো বলেন ভাঙ্গন প্রতিরোধে নদী থেকে বালু উত্তলন বন্ধ করতে হবে। কেননা বালু উত্তোলন করার ফলে নদীর পাড় ভেঙে যায়।
জামালপুরের ইসলামপুর উপজেলার কুলকান্দি যমুনা নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন কালে সাংবাদিকদে প্রশ্নের জবাবে এসব কথা বলেন। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত সচিব মিজানুর রহমান,অতিরিক্ত মহাপরিচালক মাহাবুবুর রহমান,প্রধান প্রকৌশলী আব্দুল মতিন সরকার,জামালপুরের নিবাহী প্রকৌশলী আবু সাইদ,ইসলামপুর উপজেলা চেয়ারম্যান নাসের বাবুল সহ আরো অনেকে।