• বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪, ০৯:০৫ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে পিঙ্গলহাটিতে জমি নিয়ে বিরোধে সংবাদ সম্মেলন আনোয়ারা বেগমের পরিবারের জামালপুরে মামলা থেকে অব্যাহতি চেয়ে সংবাদ সম্মেলন করেছে নিরীহ বাবু মিয়া পরিবার জামালপুরে প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহ বর্ণনা ২০২২ এর জেলার রিপোর্ট প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত জামালপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট  এর ফাইনাল খেলা অনুষ্ঠিত  সরিষাবাড়ীতে অদম্য মেধাবী সিয়াম পেল খবরের কাগজ বন্ধুজন- সিডব্লিওএফ শিক্ষাবৃত্তি শেরপুরে আওয়ামী লীগের সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হলেন তেজগাঁও কলেজের অধ্যক্ষ ড. মোঃ হারুন-অর-রশিদ জামালপুরের জেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত জামালপুরের সরিষাবাড়িতে সমিতির স্থাপনার টাকা আত্মসাৎ এর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল জামালপুর বিআরটিএ ভাম্রমান আদালত পরিচালিত

বিএনপি-জামাত বাংলাদেশের উন্নয়ন চায় না- জামালপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক

এম.এফ এ মাকামঃ

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক এমপি বলেছেন, বিএনপি-জামাত বাংলাদেশের উন্নয়ন চায় না, কারণ তাদের সাধের পাকিস্তান আজ ব্যার্থ ও অকার্যকর রাষ্ট্র। বাংলাদেশ পৃথিবীর বুকে উন্নয়নের রোল মডেল হবে, এটা তারা মেনে নিতে পারেনা। চারদলীয় জোট যখন ক্ষমতায় ছিল আমরা চার বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছি, তারা আমাদের জন্য কলঙ্ক বয়ে এনেছে।

রবিবার বিকেলে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী মুক্তিযুদ্ধের ঐতিহাসিক রণাঙ্গন ধানুয়া কামালপুর মুক্ত দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, খালেদা জিয়া দুর্নীতি, টাকা পাচার ও এতিমের টাকা চুরির অপরাধে আদলত কর্তৃক দোষী সাব্যস্ত, তার ছেলে তারেক একুশে আগষ্ট গ্রেনেড হামলা, টাকা পাচার ও দুর্নীতির সাজাপ্রাপ্ত আসামী হয়ে বিদেশে বসে কলকাঠি নাড়ে। সেই দলের মহাসচিব বলে পাকিস্তান নাকি ভালো ছিল, পাকিস্তান কোন দিক দিয়ে ভালো ছিল? আগামী নির্বাচনে ব্যালটের মাধ্যমে ভোট যুদ্ধে ওদের পরাজিত করে দুর্নীতির শেকড় উপরে ফেলতে হবে।

ধানুয়া কামালপুর কো-অপারেটিভ উচ্চ বিদ্যালয় মাঠে জামালপুর জেলা প্রশাসন মুক্ত দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। জেলা প্রশাসক শ্রাবস্তী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপি, আবুল কালাম আজাদ এমপি, বৃহত্তর ময়মনসিংহ সমন্বয় পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ,অতিরিক্ত জেলা প্রশাসক মোখলেছূর রহমান,বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান লিজা ,জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার সুজাত আলী ,বকশীগঞ্জ ‍উপজেলা আওয়ামীলীগের সভাপতি শাহীনা বেগম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।