• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১০:৫০ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
বকশীগঞ্জে বৃষ্টির জন্য প্রার্থনা করে ইসতিসকার নামাজ আদায় জামালপুরে  বিনামূল্যে ফ্রিল্যান্সিং উদ্বোধন করলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোস্তফা আল মাহামুদ জামালপুর সদরে চুরি হওয়া ১৭ মোবাইল উদ্ধার করলো সদর থানা পুলিশ জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের নতুন সিন্ডিকেট সদস্য হলেন অধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ হারুন অর রশিদ জামালপুর সদরের শ্রীপুর ভালুকায় কৃষক সুরুজ আলীর জমি দখলের পায়তারার প্রতিবাদে সংবাদ সম্মেলন বকশীগ‌ঞ্জে ট্রাক চাপায় আইনজীবীর মৃত্যু স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদেরকে সার্বিকভাবে চৌকস হয়ে উঠতে হবে-ধর্মমন্ত্রী আগামীকাল পবিত্র ঈদুল ফিতর জামালপুরে হতদরিদ্র ২০০০ পরিবার পেল যুবনেতা ফারহান আহমেদ এর ঈদ উপহার হতদরিদ্র এক হাজার পরিবার পেলে জামালপুর জেলা প্রশাসনের ঈদ উপহার 

জামালপুরে স্বাধীনতা দিবস উপলক্ষে তিনদিন ব্যাপী কারাতের প্রশিক্ষন সমাপনী

তানভীর আহমেদ হীরাঃ

জামালপুরে স্বাধীনতা দিবস উপলক্ষে তিন দিনব্যাপী কারাতের প্রশিক্ষন শেষে শিক্ষার্থীদের মাঝে সনদ তুলেন দেওয়া হয়।
মঙ্গলবার ( ২১মার্চ) বিকালে মির্জা আজম হ্যান্ডবল স্টেডিয়াম মাঠে মার্শাল আর্ট ফাউন্ডেশন (এম এ এফ) এর আয়োজনে ও জামালপুর জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ৮০জন ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে তিনদিন ব্যাপী কারাতে প্রশিক্ষন শেষে সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
এসময় সনদ বিরতন অনুষ্ঠান উপলক্ষে এক আলোচনা সভায় তানভীর আহমেদ হীরার সঞ্চালনায়, সভাপতিত্ব করেন মার্শাল আর্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিক মোরশেদ,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক,শাহরিয়ার উজ্জল,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক জাতীয় ফুটবল দলের খেলোয়াড় আমিন রানা, মার্শাল আর্ট ফাউন্ডেশনের পরিচালক শোয়েব হোসেন, নতুন কুড়ি স্কুলের পরিচালক,হাসান জামান কল্লোন,
এসময় বক্তারা বলেন,বর্তমান সময়ে ছোট ছোট ছেলে মেয়েরা খেলাধুলার কোন সুযোগ নেই শুধু লেখা পড়াতেই ডুবে থাকে। সত্যিকারের মানুষ হতে হলে লেখাধুলা ও বিনোদনে ফিরে আসতে হবে। মানসিক বিকাশ স্বাস্থ্য সচেনতা বৃদ্ধিতে এর বিকল্প নেই। এই ধরনের চর্চা অব্যাহত থাকলে দেশে ভাল মানের জাতীয় খেলোয়ার তৈরি হবে। সেই সাথে মার্শাল আর্টকে সামনে দিকে এগিয়ে নিতে জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক শাহরিয়ার উজ্জল জানান, নবগঠিত কমিটি আসার পর থেকে এখানে সব ধরনের খেলাধূলা চলমান রয়েছে। এছাড়াও কারাতের প্রশিক্ষণার্থীদের স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে সব ধরনের সুযোগ সুবিধা দেওয়ার আশ্বস্ত করেন।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।