ফজলে এলাহী মাকামঃ
জামালপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্ত: কলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২জুন) বিকালে জামালপুর জেলা স্কুল মাঠে সরকারি আশেক মাহমুদ কলেজ ও ভাটারা স্কুল এন্ড কলেজের মধ্যকার পাইনার খেলা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে খেলার সমাপনী অনুষ্ঠানে পুরষ্কার বিতরণ করেন জেলা প্রশাসক শ্রাবন্তী রায়। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা: প্রনয় কান্তি দাস, অতিরিক্ত জেলা প্রশাসক মোক্তার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আতিকুর রহমান ছানা, বীর মুক্তিযোদ্ধা সুজায়েত আলী ফকির, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা জিল্লুর রহমান শিপন সহ অনেকেই। এবারের খেলায় মোট ছয়টি কলেজ অংশগ্রহণ করে। খেলার সব পর্ব শেষ করে সরকারি আশেক মাহমুদ কলেজ বনাম স্কুল এন্ড কলেজের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় সরকারি আশেক মাহমুদ কলেজ ৪-১ গোলে জয় পায়। বঙ্গবন্ধু আন্ত: কলেজ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক শ্রাবস্তী রায় বিজয়ী দল সরকারি আশেক মাহমুদ কলেজ দল কে চ্যাম্পিয়ন ট্রফি ও নগদ ২০ হাজার টাকা পুরস্কার প্রদান করেন।
ফজলে এলাহী মাকাম