• রবিবার, ১৯ মে ২০২৪, ০২:১৮ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে আউশ ধান আবাদ ও উৎপাদন বৃদ্ধিতে করণীয় শীর্ষক অবহিতকরণ কর্মশালা বকশীগঞ্জে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস পালিত জামালপুরে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি’হুইল চেয়ার ৫০ জন প্রতিবন্ধী দেওয়ানগঞ্জে ভোটের মাঠে এগিয়ে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মুন্নী আক্তার জামালপুরে এসএসসিতে জিপিএ ৫ পেল ফতেমা তাবাচ্ছুম নিষ্ঠা জামালপুরে টানা ৩ বার রোবার স্কাউট কমিশনার নির্বাচিত হলেন অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান মুক্তা সরিষাবাড়ীতে গুলি পিস্তল ম্যাগাজিন উদ্ধার, আসামী রুকন পলাতক বকশীগঞ্জ উপজেলা নির্বাচন নিয়ে সংবাদ সম্মেলন করলেন এমপি কন্যা মাদারগঞ্জে কয়লাবাহী ট্রাক উল্টে চালক নিহত বকশীগ‌ঞ্জে শিক্ষার্থী‌দের সা‌থে ও‌সির মত‌বি‌নিময় সভা

জামালপুরে বর্ণাঢ্য আয়োজনে মৎস্য সপ্তাহ পালিত

তৌফিকুল ইসলামঃ
“নিরাপদ মাছে ভরবো দেশ,গড়বো স্মার্ট বাংলাদেশ” প্রতিপাদ্য নিয়ে জামালপুরে জাতীয় মৎস সপ্তাহ এর শুভ উদ্বোধনী ও আলোচনা সভা এবং সফল মৎসচাষীকে পুরুষ্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ জুলাই) সকালে জেলা শিল্পকলা একাডেমির বীর মুক্তিযোদ্ধা গীতিকার নজরুল ইসলাম বাবু মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মো: ইমরান আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর পৌরসভার মেয়র ও যুগ্ম-সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মোক্তার হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য মো: আবুল হোসেন,সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাহনেওয়াজ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব সৈয়দ আতিকুর রহমান ছানা, জেলা মৎসজীবী লীগের আহবায়ক মামুনুর রশীদ স্বপন প্রমূখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা মৎস অফিসার এস.এম. খালেকুজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইঞ্জিনিয়ার মো মোজাফফর হোসেন বলেন, এ মৎস্য সপ্তাহ উদযাপনের উদ্দেশ্যই হচ্ছে দেশের মানুষকে মৎস্যসম্পদ বৃদ্ধিতে আগ্রহী করে তোলা। দেশকে আরও মৎস্যসম্পদে সমৃদ্ধ ও দেশের পুষ্টি চাহিদা পূরণে দেশের মৎস্য চাষী, গবেষক ও সংশ্লিষ্ট সবাইকে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার আহবান জানান তিনি।
বক্তারা বলেন, দেশীয় স্বাদে অতুলনীয় রুই, কাতলা, মৃগাল, বাইল্যা, পুঁটি, মলা, মাগুর, শৈল প্রভৃতি মাছ আজ বিলুপ্তির পথে। এসব মাছের স্বাদ অন্যান্য মাছের তুলনায় অনেক বেশি। এসব পুকুর নদী খাল-বিল জলাশয়ে দেশীয় মাছ সংরক্ষণ উৎপাদন করার মধ্য দিয়ে দেশীয় মাছের চাহিদা বৃদ্ধি করার উদাত্ত আহ্বান জানান তিনি।
সভা শেষে মাছ উৎপাদনে অবদান রাখায় ৫ জনকে পুরস্কৃত বিতরন করা হয়। এছাড়া সরকারী শিশু পরিবারে মাছের পোনা অবমুত্ক করন করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।