• শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪০ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
ওসির উদ্যোগে দেওয়ানগঞ্জ মডেল থানা মসজিদের ইমাম মোয়াজ্জিনের জন্য কল্যাণ তহবিল গঠন সানন্দবাড়ীতে জিঞ্জিরাম জোনের ৫২ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত  জামালপুরে জলাবদ্ধতা নিরসন সড়ক সংস্কার মাদক জুয়া নির্মূলে জামালপুরে ওয়ার্ডভিত্তিক সভা জামালপুর জেলা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির নির্বাচনে সভাপতি পদে মনোনয়ন কিনলেন অধ্যাপক হারুন সরকারী আশেক মাহমুদ কলেজ পুকুরে গোসলে নেমে শিক্ষার্থীর মৃত্যু জামালপুরের সরিষাবাড়িতে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির’সহায়তায় ৮০ টি পরিবার পেল বিনামূল্যে টিউবওয়েল ও টিউবওয়েল স্থাপন সামগ্রী জামালপুরে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির নির্বাচন-সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করলেন আশরাফুল ইসলাম বুলবুল ইসলামপুরে হামলা জমি দখল ও হয়রানী মূলক মামলা প্রতিবাদে সংবাদ সম্মেলন দেওয়ানগঞ্জে মাদক বিরোধী সচেতনতা মূলক সমাবেশ অনুষ্ঠিত  জামালপুরে সদর আসনে মাসুদ হোসাইনকে এলডিপির প্রার্থী ঘোষণা

“রৌমারী বিল অনন্য পর্যটন শিল্প হিসেবে গড়ে উঠতে পারে” জামালপুরের ডিসি মো: ইমরান আহমেদ

 

 

সাইমুম সাব্বির শোভন,জামালপুর: সম্প্রতি জামালপুরের রৌমারী বিল নিয়ে সংবাদ প্রকাশ করে বেশ কয়েকটি গনমাধ্যম। সেই সংবাদ নজরে আসলে শনিবার বিকালে রৌমারী বিল সরেজমিনে পরিদর্শন করতে যান জামালপুরের জেলা প্রশাসক মো: ইমরান আহমেদসহ জেলা, উপজেলা প্রশাসন ও জেলা পরিষদের কর্মকর্তারা। রৌমারী বিল পরিদর্শন শেষে  জেলা প্রশাসক মো: ইমরান আহমেদ সাংবাদিকদের বলেন-“রৌমারী বিল অনন্য পর্যটন শিল্প হিসেবে গড়ে উঠতে পারে।”

এসময় রৌমারি বিল কেন্দ্রিক কর্মপরিকল্পনা নিয়ে জেলা প্রশাসক মো: ইমরান আহমেদ বলেন-“রৌমারী বিলের অপরূপ দৃষ্টি নন্দন ও অবারিত জলরাশি সবাইকে মুগ্ধ করে। দর্শনার্থীদের চলাচলের সুবিধার জন্য রৌমারী বিলের মাঝে রাস্তাটি কয়েকটি কালভার্টসহ পাকা রাস্তা করা হবে। এর সাথে এখানে বসার জায়গা, পাবলিক টয়লেটসহ সৌন্দর্য বৃদ্ধির জন্য সোনালু, জারুল ফুলের গাছ লাগানো হবে। যাতে দৃষ্টি নন্দন হয়। বিলের মনোমুগ্ধকর পরিবেশ ওপর থেকে দেখার জন্য ওয়াচ টাওয়ার  নির্মানের চেষ্টা করা হবে। এই বিলে পাখির ও মাছের অভয়াশ্রম করতে পারি। একই সাথে বৈদ্যুতিক বাতিসহ নিরাপত্তার ব্যবস্থা করা হলে নারী দর্শনার্থীদের জন্য সুবিধা হবে।”

সবশেষে জেলা প্রশাসক মো: ইমরান আহমেদ বলেন- “ এসব করার জন্য আমরা জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ এক সাথে কাজ করবো। এর বাইরেও বড় ধরনের প্রকল্পের জন্য আমরা বেসরকারী বিমান ও পর্যটন মন্ত্রানলয়ের সাথে কথা বলে  রৌমারী বিলকে বড় ধরনের একটি পর্যটন স্পট হিসেবে গড়ে তোলার জন্য কাজ করে যাবো।”

 

জেলার মেলান্দহ উপজেলার ঝাওগড়া ইউনিয়নের শেখ সাদী গ্রামের বর্ষা মৌসুমে ৩০০ একর জমির এই বিল পরিনত হয় গরীবের টাঙ্গুয়ার হাওরে। এর সৌন্দর্য টানে ভ্রমন পিয়াসুদের। নির্মল বাতাস ও মনোমুগ্ধকর পরিবেশের টানে প্রতিদিন বিলের পাড়ে ছুটে আসে জেলা ও জেলার বাইরের মানুষ। এছাড়াও্রভ্রভ্র  শহরের কোলাহল ও কর্মব্যস্ততায় যখন মন ও শরীর ক্লান্ত হয়ে উঠে তখন সেই ক্লান্তি থেকে মুক্তি পেতে শত শত শহরবাসী সাপ্তাহিক ছুটির দিনে ভীর করে রৌমারি বিলে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।