• শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৫:৫৪ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
রাজশাহীতে খুন বিচারক পুত্রের দাফন সরিষাবাড়ীর নিজ বাড়িতে সম্পন্ন সানন্দবাড়ীতে মাল্টি -স্টেকহোল্ডারস প্লাটফর্ম এমএমপি গঠন ও পরিকল্পনা প্রণায়ন সভা  জামালপুরে স্থিতিশীল তামাক নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত জামালপুর পৌর প্রশাসকের উদ্যোগে আর্থিক অনুদান প্রদান জামালপুরে পল্লী উন্নয়ন একাডেমিতে ডিজিটাল প্লাটফর্মে আয় বাড়াতে ২ দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু বকশীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র নেতৃবৃন্দের মতবিনিময় সভা এসিস্ট্যান্ট এটর্নি জেনারেল হলেন এডভোকেট ফারুক হোসেন জামালপুরে গৃহবধূকে ধর্ষণের উদ্দেশ্যে অপহরণের দায়ে ৪ জনকে যাবজ্জীবন কারাদন্ড সরকারি আশেক মাহমুদ কলেজের নবাগত অধ্যক্ষকে রক্তের বন্ধনের শুভেচ্ছা জামালপুর সদরে সৌদি সরকারের প্রেরিত কোরবানির গোশত সঠিক ভাবে বিতরন সম্পন্ন

জামালপুরে দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানে জনসংযোগ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

সোহেল রানাঃ
জামালপুর জেলা পর্যায়ে দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের জন্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে জামালপুরে জনসংযোগ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।  সোমবার জামালপুর জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়, জামালপুর কারিগরি ও প্রশিক্ষণ কেন্দ্র ও প্রবাসী কল্যাণ ব্যাংক যৌথভাবে জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ে এ সেমিনারের আয়োজন করে।

জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সহকারী পরিচালক ইকরামুন্নাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুছ। সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামালপুর কারিগরি ও প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী হারুন আল মামুন, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকাম উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম সহ আরো অনেকে।

বিদেশ গমনেচ্ছুকদের উদ্দেশ্যে সেমিনারের বক্তারা বলেন, সততা, স্বচ্ছতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে রেমিটেন্সের টাকা বাংলাদেশের উন্নয়নের অন্যতম হাতিয়ার হিসেবে কাজ করছে। বিদেশে গিয়ে সম্মানজনক কাজ করতে হলে দেশে থেকেই কারিগরি দক্ষতা উন্নয়ন, ভাষাজ্ঞান অর্জন এবং তথ্য-প্রযুক্তি বিষয়ে জ্ঞান আহরণ করে যাওয়া উচিৎ। এ ছাড়া কষ্টার্জিত টাকা যাতে বেহাত বা অপচয় না হয় এজন্য নিজের নামে ব্যাংক হিসেবে টাকা জমা রাখতে হবে। বিদেশে যাবার আগে বৈধ পাসপোর্ট, ভিসা, কাজের নিশ্চয়তাসহ প্রবাস জীবনাচরণ সম্পর্কে তথ্য ভাল করে জেনে নিতে হবে। এক্ষেত্রে জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয় বড় ভূমিকা পালন করে থাকে।

সেমিনারে অংশ নেন বিদেশ গমনেচ্ছুক শতাধিক নারী ও পুরুষ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।