• শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৩:১৯ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদির মৃত্যুর প্রতিবাদে জামালপুর বিক্ষোভ জামালপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস পালিত  জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবির অভিযানে ৫৭ বোতল ভারতীয় মদ সহ আটক -১  জামালপুরে মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের সম্প্রীতির সংলাপ অনুষ্ঠিত মহান বিজয় দিবস–২০২৫ উপলক্ষে জামালপুরে বিএনসিসির বিজয় র‍্যালি অনুষ্ঠিত জামালপুরে মহান বিজয় দিবস উপলক্ষে একতা ক্লাব প্রাঙ্গণে লাল-সবুজের আলোকসজ্জা জামালপুরের শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা  জামালপুরে খাদ্যের নিরাপদতা এবং নিরাপদ খাদ্যের পাঁচটি চাবিকাঠি বিষয়ক আলোচনা সভা জামালপুরে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন  জামালপুরে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি ও পর্যালোচনা বিষয়ক অর্ধ বার্ষিকী সমন্বয় সভা অনুষ্ঠিত 

জামালপুরের মেলান্দহে ৫০০ টি পরিবারের মাঝে ফুড প্যাকেট বিতরণ করেছে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি

ফজলে এলাহী মাকামঃ

জামালপুরের মেলান্দহে ৫০০ টি পরিবারের মাঝে ফুড প্যাকেট বিতরণ করেছে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি ।

সোমবার সকালে দোস্ত এইডের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে মেলান্দহ উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ফুড প্যাকেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এস.এম. আলমগীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউরোপ এইড ফাউন্ডেশনের প্রতিনিধি আয়নুর বুচান ও আয়েশা বেকমেজি।

দোস্ত এইডের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, ক্ষুধা ও দারিদ্রমুক্ত বিশ্ব গড়ার লক্ষ্যে দোস্ত এইড বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে। রমজানের ফুড প্যাকেট বিতরণের মাধ্যমে অসহায় পরিবারগুলোর রমজানের ইফতার ও সেহরির খাবার নিশ্চিত করা হবে। তিনি বলেন, দোস্ত এইড দেশব্যাপী ৪০ এর অধিক ভিন্ন ভিন্ন প্রকল্পে কাজ করে থাকে। মাহে রমজানে সারাদেশে ২০ হাজার এর অধিক ফুড প্যাকেট বিতরণের পরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে বলে তিনি জানান।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার এস.এম. আলমগীর বলেন, দোস্ত এইডের কার্যক্রমগুলো খুবই প্রশংসনীয়। তিনি দোস্ত এইডের কার্যক্রম, উপকারভোগী নির্বাচন ও স্বচ্ছতার প্রশংসা করেন এবং চলমান কার্যক্রমের সফলতা কামনা করেন।

দাতা সংস্থা ইউরোপ এইড ফাউন্ডেশনের প্রতিনিধি আইনুর বুজান দোস্ত এইডের পেশাদারিত্বের প্রসংশা করেন। তিনি বলেন, মানবিক কার্যক্রম পরিচালনায় দোস্ত অনন্য উদাহরণ সৃষ্টি করেছে। দোস্ত এইডের পেশাদারিত্ব, স্বচ্ছতা ও জবাবদিহিতা দাতা সংস্থাগুলোর কাছে প্রশংসনীয় হয়ে উঠেছে।

অনুষ্ঠানে ৫০০ টি পরিবারের মাঝে চাল, ডাল, তেল, লবণ, চিনি, খেজুর, ছোলা, মুড়িসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।