• রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ০৪:২৭ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
রাজশাহীতে খুন বিচারক পুত্রের দাফন সরিষাবাড়ীর নিজ বাড়িতে সম্পন্ন সানন্দবাড়ীতে মাল্টি -স্টেকহোল্ডারস প্লাটফর্ম এমএমপি গঠন ও পরিকল্পনা প্রণায়ন সভা  জামালপুরে স্থিতিশীল তামাক নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত জামালপুর পৌর প্রশাসকের উদ্যোগে আর্থিক অনুদান প্রদান জামালপুরে পল্লী উন্নয়ন একাডেমিতে ডিজিটাল প্লাটফর্মে আয় বাড়াতে ২ দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু বকশীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র নেতৃবৃন্দের মতবিনিময় সভা এসিস্ট্যান্ট এটর্নি জেনারেল হলেন এডভোকেট ফারুক হোসেন জামালপুরে গৃহবধূকে ধর্ষণের উদ্দেশ্যে অপহরণের দায়ে ৪ জনকে যাবজ্জীবন কারাদন্ড সরকারি আশেক মাহমুদ কলেজের নবাগত অধ্যক্ষকে রক্তের বন্ধনের শুভেচ্ছা জামালপুর সদরে সৌদি সরকারের প্রেরিত কোরবানির গোশত সঠিক ভাবে বিতরন সম্পন্ন

জামালপুরের মেলান্দহে ৫০০ টি পরিবারের মাঝে ফুড প্যাকেট বিতরণ করেছে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি

ফজলে এলাহী মাকামঃ

জামালপুরের মেলান্দহে ৫০০ টি পরিবারের মাঝে ফুড প্যাকেট বিতরণ করেছে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি ।

সোমবার সকালে দোস্ত এইডের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে মেলান্দহ উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ফুড প্যাকেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এস.এম. আলমগীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউরোপ এইড ফাউন্ডেশনের প্রতিনিধি আয়নুর বুচান ও আয়েশা বেকমেজি।

দোস্ত এইডের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, ক্ষুধা ও দারিদ্রমুক্ত বিশ্ব গড়ার লক্ষ্যে দোস্ত এইড বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে। রমজানের ফুড প্যাকেট বিতরণের মাধ্যমে অসহায় পরিবারগুলোর রমজানের ইফতার ও সেহরির খাবার নিশ্চিত করা হবে। তিনি বলেন, দোস্ত এইড দেশব্যাপী ৪০ এর অধিক ভিন্ন ভিন্ন প্রকল্পে কাজ করে থাকে। মাহে রমজানে সারাদেশে ২০ হাজার এর অধিক ফুড প্যাকেট বিতরণের পরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে বলে তিনি জানান।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার এস.এম. আলমগীর বলেন, দোস্ত এইডের কার্যক্রমগুলো খুবই প্রশংসনীয়। তিনি দোস্ত এইডের কার্যক্রম, উপকারভোগী নির্বাচন ও স্বচ্ছতার প্রশংসা করেন এবং চলমান কার্যক্রমের সফলতা কামনা করেন।

দাতা সংস্থা ইউরোপ এইড ফাউন্ডেশনের প্রতিনিধি আইনুর বুজান দোস্ত এইডের পেশাদারিত্বের প্রসংশা করেন। তিনি বলেন, মানবিক কার্যক্রম পরিচালনায় দোস্ত অনন্য উদাহরণ সৃষ্টি করেছে। দোস্ত এইডের পেশাদারিত্ব, স্বচ্ছতা ও জবাবদিহিতা দাতা সংস্থাগুলোর কাছে প্রশংসনীয় হয়ে উঠেছে।

অনুষ্ঠানে ৫০০ টি পরিবারের মাঝে চাল, ডাল, তেল, লবণ, চিনি, খেজুর, ছোলা, মুড়িসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।